Ajker Patrika

আমাদের নিষেধাজ্ঞা আপনাদের আঘাত করবে, পশ্চিমাদের রাশিয়ার সতর্কবার্তা 

আমাদের নিষেধাজ্ঞা আপনাদের আঘাত করবে, পশ্চিমাদের রাশিয়ার সতর্কবার্তা 

রাশিয়ার নিষেধাজ্ঞা পশ্চিমাদের আঘাত করবে বলে সতর্কবার্তা দিয়েছে মস্কো। আজ বুধবার রাশিয়ার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সবচেয়ে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে রাশিয়া। ইউক্রেন হামলার ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞা দেওয়ার পর রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পাওয়া দেশ। 

রাশিয়ার বার্তা সংস্থা আরইএকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের পরিচালক দিমিত্রি বিরিচেভস্কি বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া হবে দ্রুত, চিন্তাপূর্ণ এবং সংবেদনশীল। 
 
 গতকাল মঙ্গলবার রাশিয়া থেকে তেল এবং জ্বালানি আমদানি নিষিদ্ধ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

এর আগে রাশিয়া সতর্ক করে বলেছিল যে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন নিষেধাজ্ঞা দিলে তেলের দাম প্রতি ব্যারেল ৩০০ ডলার ছাড়াবে। রাশিয়া বলছে, ইউরোপ বছরে প্রায় ৫০ কোটি টন তেল ব্যবহার করে। রাশিয়া এর প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে। এ ছাড়া রাশিয়া ইউরোপে ৮ কোটি টন পেট্রোকেমিক্যাল সরবরাহ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত