Ajker Patrika

যুদ্ধ বছরের পর বছর চলতে পারে, ন্যাটো মহাসচিবের সতর্কতা

যুদ্ধ বছরের পর বছর চলতে পারে, ন্যাটো মহাসচিবের সতর্কতা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছেন, যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেনকে সহায়তা দিয়ে যেতে হবে। যুদ্ধের খরচ অনেক বেশি। তবে মস্কোকে সামরিক লক্ষ্য অর্জন করতে দেওয়ার মূল্যের চেয়ে বেশি নয়। 

বিবিসি বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছেন। বরিস জনসনের সতর্কতার পরই ন্যাটো মহাসচিবের পক্ষ থেকে এমন সতর্কতা এল। দুজনই বলছেন, ইউক্রেনকে বিজয়ী করতে পশ্চিমাদের আরও বেশি অস্ত্র সহায়তা দিতে হবে। 

জার্মান সংবাদপত্র বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, ‘যুদ্ধ আরও কয়েক বছর স্থায়ী হতে পারে। এটি ভেবেই প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনকে ছেড়ে যাওয়া উচিত হবে না। এমনকি এই সহায়তা করতে যদি খরচ বেশিও হয়, তবুও না। কারণ শুধুমাত্র সামরিক সহায়তার জন্য নয়, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণেও খরচ বাড়ছে।’ 

জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সরবরাহ করতে হবে। এটি পূর্ব দনবাস অঞ্চল মুক্ত করার সম্ভাবনা বাড়িয়ে দেবে। বর্তমানে দনবাসের বেশিরভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।’ 

উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।  

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত