জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সস্তা সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ইউরোপ; মহাদেশজুড়েই সৌর বিদ্যুৎকেন্দ্রের ছড়াছড়ি। এ জন্য প্রায়ই বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাপিয়ে যায়। আর তখন দাম কমতে কমতে শূন্যের নিচে নেমে যায়।
এ ঘটনা গতকাল মঙ্গলবারও আবার ঘটেছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বিকেলের শুরুতে এসব সৌরকেন্দ্রের উৎপাদন সঞ্চালন সক্ষমতাকে ছাপিয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুতের বাজার জার্মানিতে স্থানীয় সময় বেলা ১টা থেকে ৩টার মধ্যে বিদ্যুতের দাম শূন্যের নিচে চলে যায়।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে ইউরোপ ভর্তুকি দেয়। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ধারা অব্যাহত থাকতে পারে। এখন পরিস্থিতি এমন হয়েছে, এক বা দুই ঘণ্টা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে গেলে যে খরচ হবে, তার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের জন্য ভোক্তাদের টাকা দেওয়া সাশ্রয়ী।
এদিকে নেদারল্যান্ডসে ছাদে বসানোর সোলার প্যানেল একপ্রকার বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এসব কারণে ইউরোপে বিদ্যুতের দাম শূন্যের নিচে নেমেছে।
সাপ্তাহিক ছুটির পরেই বিদ্যুতের সর্বনিম্ন এই দরপতন হলো। যদিও শনিবার ও রোববার বিদ্যুতের দাম শূন্যের নিচে থাকার সম্ভাবনা বেশি, কারণ চাহিদা কম থাকে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন দরপতন অনেকটাই অবিশ্বাস্য। এদিকে জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডসেও আজ বিদ্যুতের দাম শূন্যর কোটায় নামতে পারে।
জার্মানির সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ছে
চাহিদার উল্লেখযোগ্য পরিবর্তন না হলে বিদ্যুতের দাম শূন্যর কোটায় থাকাটাই স্বাভাবিক হয়ে উঠবে।
এইচএসবিসি হোল্ডিংসের গবেষণা অনুসারে, ইউরোপ ২০২৩ সালে ৬০ গিগাওয়াট নতুন সোলার প্যানেল স্থাপন করতে প্রস্তুত, যা গত বছরের রেকর্ড থেকে এক-তৃতীয়াংশ বেশি।
এতে ভোক্তারা দিনের বেলায়ই গাড়ি চার্জ করতে পারবেন। এই সবুজ শক্তি দিয়ে ব্যবসা চালানোর খরচও হবে কম।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সস্তা সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ইউরোপ; মহাদেশজুড়েই সৌর বিদ্যুৎকেন্দ্রের ছড়াছড়ি। এ জন্য প্রায়ই বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাপিয়ে যায়। আর তখন দাম কমতে কমতে শূন্যের নিচে নেমে যায়।
এ ঘটনা গতকাল মঙ্গলবারও আবার ঘটেছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বিকেলের শুরুতে এসব সৌরকেন্দ্রের উৎপাদন সঞ্চালন সক্ষমতাকে ছাপিয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুতের বাজার জার্মানিতে স্থানীয় সময় বেলা ১টা থেকে ৩টার মধ্যে বিদ্যুতের দাম শূন্যের নিচে চলে যায়।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে ইউরোপ ভর্তুকি দেয়। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ধারা অব্যাহত থাকতে পারে। এখন পরিস্থিতি এমন হয়েছে, এক বা দুই ঘণ্টা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে গেলে যে খরচ হবে, তার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের জন্য ভোক্তাদের টাকা দেওয়া সাশ্রয়ী।
এদিকে নেদারল্যান্ডসে ছাদে বসানোর সোলার প্যানেল একপ্রকার বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এসব কারণে ইউরোপে বিদ্যুতের দাম শূন্যের নিচে নেমেছে।
সাপ্তাহিক ছুটির পরেই বিদ্যুতের সর্বনিম্ন এই দরপতন হলো। যদিও শনিবার ও রোববার বিদ্যুতের দাম শূন্যের নিচে থাকার সম্ভাবনা বেশি, কারণ চাহিদা কম থাকে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন দরপতন অনেকটাই অবিশ্বাস্য। এদিকে জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডসেও আজ বিদ্যুতের দাম শূন্যর কোটায় নামতে পারে।
জার্মানির সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ছে
চাহিদার উল্লেখযোগ্য পরিবর্তন না হলে বিদ্যুতের দাম শূন্যর কোটায় থাকাটাই স্বাভাবিক হয়ে উঠবে।
এইচএসবিসি হোল্ডিংসের গবেষণা অনুসারে, ইউরোপ ২০২৩ সালে ৬০ গিগাওয়াট নতুন সোলার প্যানেল স্থাপন করতে প্রস্তুত, যা গত বছরের রেকর্ড থেকে এক-তৃতীয়াংশ বেশি।
এতে ভোক্তারা দিনের বেলায়ই গাড়ি চার্জ করতে পারবেন। এই সবুজ শক্তি দিয়ে ব্যবসা চালানোর খরচও হবে কম।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই নয়াদিল্লি ও ইসলামাবাদকে যুদ্ধ থেকে বিরত রেখেছেন। তিনি আরও দাবি করেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর শুরু হওয়া এই সংঘাত থামাতে বাণিজ্যচুক্তির প্রলোভন দেখিয়েছিলেন। তবে ভারত ট্রাম্পের এই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।
৩২ মিনিট আগেনাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যের একটি গ্রাম থেকে অপহৃত ৩৫ জনকে মুক্তিপণ নেওয়ার পরও নির্মমভাবে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ সোমবার স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেলন্ডনের মেয়র সাদিক খানকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাদিক খানকে ‘ঘৃণ্য ব্যক্তি’ বলে আখ্যায়িত করেন এবং দাবি করেন—তিনি ভয়াবহ সব কাজ করেছেন।
২ ঘণ্টা আগেথাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের বিচ্ছিন্ন রাজপুত্র ভাচারাসর্ন বিবাচারাওংস তাঁর পিতার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন বার্তা দিয়েছেন। সম্প্রতি ব্যাংককে বৌদ্ধ সন্ন্যাস হিসেবে দীক্ষা নিয়ে সংবাদের শিরোনামে আসেন ৪৩ বছর বয়সী এই রাজপুত্র।
৩ ঘণ্টা আগে