Ajker Patrika

ইউরোপে বিদ্যুতের দাম নামল শূন্যের নিচে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৩: ৪৯
ইউরোপে বিদ্যুতের দাম নামল শূন্যের নিচে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সস্তা সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ইউরোপ; মহাদেশজুড়েই সৌর বিদ্যুৎকেন্দ্রের ছড়াছড়ি। এ জন্য প্রায়ই বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাপিয়ে যায়। আর তখন দাম কমতে কমতে শূন্যের নিচে নেমে যায়। 

এ ঘটনা গতকাল মঙ্গলবারও আবার ঘটেছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বিকেলের শুরুতে এসব সৌরকেন্দ্রের উৎপাদন সঞ্চালন সক্ষমতাকে ছাপিয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুতের বাজার জার্মানিতে স্থানীয় সময় বেলা ১টা থেকে ৩টার মধ্যে বিদ্যুতের দাম শূন্যের নিচে চলে যায়। 

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে ইউরোপ ভর্তুকি দেয়। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ধারা অব্যাহত থাকতে পারে। এখন পরিস্থিতি এমন হয়েছে, এক বা দুই ঘণ্টা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে গেলে যে খরচ হবে, তার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের জন্য ভোক্তাদের টাকা দেওয়া সাশ্রয়ী।

এদিকে নেদারল্যান্ডসে ছাদে বসানোর সোলার প্যানেল একপ্রকার বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এসব কারণে ইউরোপে বিদ্যুতের দাম শূন্যের নিচে নেমেছে।

সাপ্তাহিক ছুটির পরেই বিদ্যুতের সর্বনিম্ন এই দরপতন হলো। যদিও শনিবার ও রোববার বিদ্যুতের দাম শূন্যের নিচে থাকার সম্ভাবনা বেশি, কারণ চাহিদা কম থাকে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন দরপতন অনেকটাই অবিশ্বাস্য। এদিকে জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডসেও আজ বিদ্যুতের দাম শূন্যর কোটায় নামতে পারে।

জার্মানির সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ছে
চাহিদার উল্লেখযোগ্য পরিবর্তন না হলে বিদ্যুতের দাম শূন্যর কোটায় থাকাটাই স্বাভাবিক হয়ে উঠবে। 

এইচএসবিসি হোল্ডিংসের গবেষণা অনুসারে, ইউরোপ ২০২৩ সালে ৬০ গিগাওয়াট নতুন সোলার প্যানেল স্থাপন করতে প্রস্তুত, যা গত বছরের রেকর্ড থেকে এক-তৃতীয়াংশ বেশি। 

এতে ভোক্তারা দিনের বেলায়ই গাড়ি চার্জ করতে পারবেন। এই সবুজ শক্তি দিয়ে ব্যবসা চালানোর খরচও হবে কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত