Ajker Patrika

পেনকে হারিয়ে আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৫: ২৫
পেনকে হারিয়ে আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টোর বামপন্থী নেতা মেরিন লো পেনকে হারিয়ে আবারও জিতলেন বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। দুই দশকের মধ্যে প্রথমবারের মতো পুনরায় ক্ষমতায় থাকছেন ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ফ্রান্সে চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ শুরু হয়। ফল এখনো চূড়ান্ত নয়, তবে ভোটের পর জরিপগুলোর ফলাফল অনুযায়ী মাখোঁ ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। পক্ষান্তরে পেন ৪১ দশমিক ৫ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। সবশেষে সারা দেশ থেকে আসা ফল পরীক্ষা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

এর আগে গত ১০ এপ্রিল ফ্রান্সে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে এগিয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। লো পেনের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কে মাখোঁ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে সুবিধাজনক অবস্থানে ছিলেন। 

উল্লেখ্য, গত নির্বাচনে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মাখোঁ। তবে বিরোধী অভিযোগ, এখনো ফ্রান্সের পুরো পরিবর্তন আসেনি। করোনা মহামারি এবং জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ায় বারবার চ্যালেঞ্জের মুখে পড়েন মাখোঁ। মাখোঁর বিরোধীরা তাঁকে অহংকারী এবং ধনীদের রাষ্ট্রপতি বলে অভিহিত করেন। এদিকে ডানপন্থী মেরিন লো পেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ ছিল। 

এদিকে মাখোঁর প্রতিদ্বন্দ্বী লো পেন ২০১৭ সালে দ্বিতীয় রাউন্ডে মাখোঁর কাছে দুর্দান্তভাবে পরাজিত হয়েছিলেন। এ নিয়ে তিনবার ফ্রান্সের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লেখান লো পেন। এবারও তিনি পরাজিত হলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত