উত্তর আটলান্টিকের তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে সুইডেন ও ফিনল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার ন্যাটোর পক্ষ থেকে দেশ দুটোকে আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্লেষকদের ধারণা, ন্যাটো এর মধ্য দিয়ে নিরাপত্তার বিষয়ে রাশিয়ার যে উদ্বেগ তাকে কোনো প্রকার আমলে না নেওয়ার অবস্থান পরিষ্কার করল।
এর আগে, ন্যাটোর সদস্য দেশ তুরস্ক সুইডেন ও ফিনল্যান্ডে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। কিন্তু সর্বশেষ গত ২৮ জুন তুরস্ক তার আপত্তি প্রত্যাহার করায় দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আর কোনো বাঁধা নেই। তুরস্কের আপত্তি প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ন্যাটো সুইডেন ও ফিনল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল। এটি বিগত কয়েক দশকের মধ্যে জোটটির সবচেয়ে আলোচিত সম্প্রসারণ।
ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই যোগদান ফিনল্যান্ড ও সুইডেনকে নিরাপদ করবে, ন্যাটোকে শক্তিশালী করবে এবং ইউরো–আটলান্টিক অঞ্চলকে আরও নিরাপদ করে তুলবে। সুইডেন ও ফিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা জোটের দায়িত্ব, এমনকি যোগদানের প্রক্রিয়া চলাকালেও।’
এখন কেবল ন্যাটোভুক্ত ৩০টি দেশের পার্লামেন্টে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়টি যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদন পেলেই দেশ দুটি ন্যাটোর সদস্য বলে গণ্য হবে। তবে, ন্যাটো সম্মেলনে উপস্থিত সদস্য দেশগুলোর নেতারা জানিয়েছেন তাঁরা যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চান। যাতে তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করতে পারেন।
উত্তর আটলান্টিকের তীরের দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে সুইডেন ও ফিনল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার ন্যাটোর পক্ষ থেকে দেশ দুটোকে আমন্ত্রণ জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্লেষকদের ধারণা, ন্যাটো এর মধ্য দিয়ে নিরাপত্তার বিষয়ে রাশিয়ার যে উদ্বেগ তাকে কোনো প্রকার আমলে না নেওয়ার অবস্থান পরিষ্কার করল।
এর আগে, ন্যাটোর সদস্য দেশ তুরস্ক সুইডেন ও ফিনল্যান্ডে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। কিন্তু সর্বশেষ গত ২৮ জুন তুরস্ক তার আপত্তি প্রত্যাহার করায় দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আর কোনো বাঁধা নেই। তুরস্কের আপত্তি প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ন্যাটো সুইডেন ও ফিনল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাল। এটি বিগত কয়েক দশকের মধ্যে জোটটির সবচেয়ে আলোচিত সম্প্রসারণ।
ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই যোগদান ফিনল্যান্ড ও সুইডেনকে নিরাপদ করবে, ন্যাটোকে শক্তিশালী করবে এবং ইউরো–আটলান্টিক অঞ্চলকে আরও নিরাপদ করে তুলবে। সুইডেন ও ফিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা জোটের দায়িত্ব, এমনকি যোগদানের প্রক্রিয়া চলাকালেও।’
এখন কেবল ন্যাটোভুক্ত ৩০টি দেশের পার্লামেন্টে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়টি যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত অনুমোদন পেলেই দেশ দুটি ন্যাটোর সদস্য বলে গণ্য হবে। তবে, ন্যাটো সম্মেলনে উপস্থিত সদস্য দেশগুলোর নেতারা জানিয়েছেন তাঁরা যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করতে চান। যাতে তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করতে পারেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
১১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
১২ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
১৬ ঘণ্টা আগে