Ajker Patrika

কিয়েভ-মস্কোর তৃতীয় দফা বৈঠকে কিছুটা আশার আলো

কিয়েভ-মস্কোর তৃতীয় দফা বৈঠকে কিছুটা আশার আলো

রাশিয়া-ইউক্রেন মধ্যকার চলমান সংকট সমাধানে সোমবার বেলারুশে তৃতীয় দফায় বৈঠকে বসেছিল দেশ দুটির প্রতিনিধিরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভ-মস্কোর তৃতীয় দফা বৈঠকে সংঘাত কমানোর বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। 

বৈঠক শেষে ইউক্রেনের এক প্রতিনিধি বলেছেন, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু অন্যান্য বিষয়গুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। 

এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে উল্লেখযোগ্য কোনো ফলাফল আসেনি। 

রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সহজ ছিল না। আগামীকাল থেকে মানবিক করিডরগুলো স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে।’ 

খুব শিগগিরই চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন রুশ আলোচক লিওনিড স্লাটস্কি। 

এর আগে দুই দফায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বসেন। সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। 

ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্টালিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তুরস্কের একটি কূটনৈতিক ফোরামের আলোচনার পর সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার আন্টালিয়াতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসব।’ 

এক টুইটে কাভুসোগলু বলেন, ‘রাষ্ট্রপতি এরদোয়ানের উদ্যোগ ও আমাদের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলাফলস্বরূপ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা আমাদের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত