Ajker Patrika

প্রিগোঝিনের ঘনিষ্ঠ সহযোগীকে ভাগনারের দেখভালের দায়িত্ব দিলেন পুতিন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৫৩
Thumbnail image

রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের ঘনিষ্ঠ এক সহযোগীকে প্রতিষ্ঠানটি দেখভালের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুতিন নিযুক্ত ভাগনারের নতুন তত্ত্বাবধায়কের নাম আন্দ্রেই ত্রোশেভ। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য এবং ভাগনারের উচ্চপদস্থ কমান্ডার ছিলেন। ত্রোশেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভাগনারের প্রয়াত প্রধান প্রিগোঝিনের শহর সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন।

ত্রোশেভকে পুতিন ভাগনারের নতুন তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছেন উল্লেখ করে ক্রেমলিনের বিকৃতিতে উল্লেখ করা হয়, ‘পুতিন বলেছেন—সর্বশেষ বৈঠকে আমরা ভাগনারের স্বেচ্ছাসেবী ইউনিট—যেগুলো আমাদের হয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে, সেগুলো দেখভালের বিষয়ে আলোচনা করেছি; বিশেষ করে যেসব এলাকায় আমাদের বিশেষ সামরিক অভিযান চলছে সেসব এলাকায়।’ এ সময় পুতিন ঘোষণা করেন, ত্রোশেভ ইউক্রেনে ভাগনারের দেখভাল করবেন।

উচ্চ প্রশিক্ষিত সামরিক কর্মকর্তা আন্দ্রেই ত্রোশেভ সোভিয়েত বাহিনীর হয়ে আফগানিস্তানে ও চেচনিয়ায় লড়াই করেছেন। প্রথমে সোভিয়েত ইউনিয়নের সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে আফগানিস্তানে দীর্ঘদিন লড়াই করেন। পরে সোভিয়েত ভেঙে যাওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর সদস্য হিসেবে উত্তর ককেশাসে যুদ্ধ করেন তিনি। এরপর রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষায়িত পুলিশ ইউনিট এসওবিআর গঠন করলে সেটির নেতৃত্ব দেন ত্রোশেভ।

সোভিয়েত ইউনিয়নের হয়ে আফগানিস্তানে বীরত্ব দেখানোর স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘রেড স্টার’ পদকে ভূষিত হন দুবার। এমনকি রাশিয়ার সর্বোচ্চ পদক ‘হিরো অব রাশিয়া’য় ভূষিত হন তিনি। সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেটসের সশস্ত্র যোদ্ধাদের দমনে বীরত্ব দেখানোর স্বীকৃতি হিসেবে তিনি এই পদক লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত