Ajker Patrika

পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৮
পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ইতালির ভেনিস। শহরটি জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে দৃষ্টিনন্দন খাল। আর তাতে গন্ডোলায় (একধরনের নৌকা) করে ঘুরে বেড়ানো পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে। তবে আশঙ্কার কথা হলো, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এসব খাল। খালে কাদায় আটকে আছে নৌকা। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায়, খরার কারণে শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কমে যাওয়া এ জন্য অনেকটা দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ৭০ বছরের মধ্যে গত বছর সবচেয়ে বেশি খরার সম্মুখীন হয় ইতালি। 

ইতালির বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট সিএনআরের জলবায়ু বিশেষজ্ঞ ম্যাসিমিলিয়ানো পাসকুই বলেন, ‘আমরা পানিসংকট পরিস্থিতিতে রয়েছি, যা ২০২০ থেকে ২০২১ সালের শীতকালে শুরু হয়েছে। আমাদের উত্তর-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কাটিয়ে উঠতে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। অন্তত ৫০ দিনের বৃষ্টি দরকার আমাদের।’ 

ভেনিসের খালে গন্ডোলায় করে ঘুরে বেড়ানো পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষেভেনিস সিটি কাউন্সিলের স্রোতসংক্রান্ত বিভাগের প্রধান আলভিস পাপা জানান, খরার কারণে হ্রদ ও নদীতে পানি কমে গেছে। ভূমধ্যসাগরে উচ্চ চাপসহ এমন পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাবে বৃষ্টি কম হচ্ছে। 

প্রতিবছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খালে পানি কমে আসা এবং স্রোত না থাকার সমস্যায় পড়ে ভেনিস। তবে গত কয়েক বছরের মধ্যে এবারের মতো এত সমস্যায় পড়তে হয়নি ভেনিসবাসীকে। 

ইতালির উত্তরাঞ্চলের গারদা হ্রদে পানির স্তর রেকর্ড পরিমাণে নেমে গেছে। তবে সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী কয়েক দিনে আল্পস পর্বতমালায় প্রয়োজনীয় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত