Ajker Patrika

শরণার্থী সংকটের জন্য পুতিনকে দুষছে পোল্যান্ড 

শরণার্থী সংকটের জন্য পুতিনকে দুষছে পোল্যান্ড 

বেলারুশের পূর্ব সীমান্তে শরণার্থী প্রবেশের প্রচেষ্টাকে আটকে দিয়েছে পোল্যান্ড। এরই মধ্যে পোল্যান্ড সীমান্ত বন্ধ করে দিয়েছে। এই সংকটের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করছে পোল্যান্ড সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বেলারুশের স্বৈরাচারী রাষ্ট্রপতি আলেক্সান্ডার লুকাশেঙ্কার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক রয়েছে। পোল্যান্ড দাবি করছে, মস্কো থেকে সীমান্তে শরণার্থী সংকট তৈরির জন্য মস্কো থেকে পরিকল্পনা করা হয়েছে।

অভিবাসী সংকট নিয়ে সংসদের জরুরি অধিবেশনে অংশ নিয়ে মারেউতস মোরাউইকি বলেন,  লুকাশেঙ্কো যে হামলা চালাচ্ছেন তার মাস্টারমাইন্ড রয়েছে মস্কোতে। আর এই মাস্টারমাইন্ড হলেন প্রেসিডেন্ট পুতিন।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, বেলারুশের স্বৈরাচারী রাষ্ট্রপতি আলেক্সান্ডার লুকাশেঙ্কারের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে তার প্রতিশোধ নিতেই  শরণার্থীদের এভাবে পাঠিয়ে দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কার।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজারো শরণার্থী বেলারুশের সীমান্ত দিয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে বেলারুশের সেনা। শরণার্থীদের হাতে ফেন্স কাটার। পুলিশের সঙ্গে লড়াই করার অস্ত্রও আছে তাদের হাতে। সে সবও বেলারুশ তাদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের পূর্ব সীমান্তে আটকে আছেন প্রায় দুই হাজার শরণার্থী। এই অঞ্চলে তীব্র শীত থাকায় অভিবাসীদের পরিস্থিতি ভালো নেই। সীমান্তে আটকে থাকা অভিবাসীদের নিরাপত্তাহীনতার শঙ্কা উত্থাপিত হচ্ছে।  এরই মধ্যে  হাইপোথার্মিয়াতে বেশ কয়েকজন মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত