যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে। স্থানীয় সময় গতকাল সোমবারে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালিয়েছে। যুক্তরাজ্যে সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্য সরকার স্থানীয় সময় আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ গত সোমবার সারা দিনে ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশীকে শনাক্ত করেছে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে একদিনে সর্বোচ্চ অনুপ্রবেশের রেকর্ড ছিল ১ হাজার ১৮৫ জন। ২০২১ সালের নভেম্বর মানের ১১ তারিখে প্রায় ১২ শ জন লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল।
যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, দেশটিতে এখনো পর্যন্ত ২২ হাজার ৬৭০ জন মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশ করেছে। যা গত বছর অর্থাৎ ২০২১ সালের প্রথমার্ধের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর সব মিলিয়ে দেশটি ২৮ হাজার ৫২৬ জনকে আশ্রয় দিয়েছিল।
সাম্প্রতিক সময়ে এই ইস্যুটি যুক্তরাজ্য সরকারের জন্য একটি বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে এই ইস্যুটি লন্ডন ও প্যারিসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যুক্তরাজ্যের অভিযোগ এসব অভিবাসীর অধিকাংশই ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারপর যুক্তরাজ্যে প্রবেশ করে এবং ফ্রান্স বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না।
যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে। স্থানীয় সময় গতকাল সোমবারে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালিয়েছে। যুক্তরাজ্যে সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্য সরকার স্থানীয় সময় আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ গত সোমবার সারা দিনে ১ হাজার ২৯৫ জন অভিবাসন প্রত্যাশীকে শনাক্ত করেছে যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে একদিনে সর্বোচ্চ অনুপ্রবেশের রেকর্ড ছিল ১ হাজার ১৮৫ জন। ২০২১ সালের নভেম্বর মানের ১১ তারিখে প্রায় ১২ শ জন লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল।
যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, দেশটিতে এখনো পর্যন্ত ২২ হাজার ৬৭০ জন মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশ করেছে। যা গত বছর অর্থাৎ ২০২১ সালের প্রথমার্ধের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর সব মিলিয়ে দেশটি ২৮ হাজার ৫২৬ জনকে আশ্রয় দিয়েছিল।
সাম্প্রতিক সময়ে এই ইস্যুটি যুক্তরাজ্য সরকারের জন্য একটি বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে এই ইস্যুটি লন্ডন ও প্যারিসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যুক্তরাজ্যের অভিযোগ এসব অভিবাসীর অধিকাংশই ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারপর যুক্তরাজ্যে প্রবেশ করে এবং ফ্রান্স বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেমিশিগানের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই বিবদমান প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা অবিলম্বে দেখা করে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। ৩ দিন ধরে চলা সীমান্ত সংঘাতের পর শান্তি স্থাপনে মধ্যস্থতা করার চেষ্টার অংশ হি
২ ঘণ্টা আগেদখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের...
২ ঘণ্টা আগে