স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে—এত বেশি লোক বহন করার জন্য নৌকাটি যথেষ্ট বড় ছিল না। নিহত মেয়েটির বাবা-মা আরও তিন সন্তানকে সঙ্গে নিয়ে নৌকাটিতে অবস্থান করছিলেন। তাঁদের সবাইকে উদ্ধারের পর ডানকার্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবিতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ থেকে ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ফরাসি উপকূলীয় কর্তৃপক্ষের মুখপাত্র প্রেমার। এ ছাড়া ব্রিটিশ ও ফরাসি কোস্ট গার্ডরা প্রায় ৫০ জনকে উদ্ধার করেছেন। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনীর লাইফবোট, হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইংলিশ চ্যানেলের উপকূলে অভিবাসীবোঝাই একটি ছোট নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে।
যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, দেশটিতে এখনো পর্যন্ত ২২ হাজার ৬৭০ জন মানুষ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশ করেছে। যা গত বছর অর্থাৎ ২০২১ সালের প্রথমার্ধের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছর সব মিলিয়ে দেশটি ২৮ হাজার ৫২৬