যুদ্ধ বন্ধে ‘চীনের শান্তি প্রস্তাব’ নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি তাঁর বক্তৃতায় বলেন, ‘চীনের প্রস্তাব এই ইঙ্গিত দেয় যে তারা শান্তি খুঁজছে। সুতরাং আমি বিশ্বাস করি, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না।’
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে ‘সংকটের রাজনৈতিক নিষ্পত্তি’বিষয়ক ১২ দফা পত্র প্রকাশ করেছে চীন। সেখানে শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। তবে ১২ দফার কোথাও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি করেনি চীন। একই সঙ্গে রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞারও নিন্দা করেছে দেশটি।
চীনের এই ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে চীনের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি।
এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেইজিংয়ের মতামতের সঙ্গে একমত।’
এই সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে। বেইজিং এই দাবিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো আবার জানিয়েছে, চীন সরকার মস্কোতে ড্রোন ও আর্টিলারি শেল পাঠানোর কথা বিবেচনা করছে।
চীনা শান্তি প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেছেন, ‘পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) এটিকে সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটি কীভাবে ভালো হতে পারে? চীনের শান্তি প্রস্তাবে আমি এমন কিছুই দেখিনি, যা নির্দেশ করে যে এর মধ্যে রাশিয়া ছাড়া অন্য কারও জন্য উপকারী কিছু আছে।’
বিবিসির বিশ্ববিষয়ক সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন রাশিয়ার পাশে রয়েছে বলে মনে হচ্ছে, যদিও তারা মুখে মুখে শান্তি চুক্তির কথা বলছে। এর মাধ্যমে তারা আসলে প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধারের উপায় খুঁজছে।’
যুদ্ধ বন্ধে ‘চীনের শান্তি প্রস্তাব’ নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল দেওয়া ভাষণে তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি তাঁর বক্তৃতায় বলেন, ‘চীনের প্রস্তাব এই ইঙ্গিত দেয় যে তারা শান্তি খুঁজছে। সুতরাং আমি বিশ্বাস করি, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না।’
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে ‘সংকটের রাজনৈতিক নিষ্পত্তি’বিষয়ক ১২ দফা পত্র প্রকাশ করেছে চীন। সেখানে শান্তি আলোচনা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। তবে ১২ দফার কোথাও ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি করেনি চীন। একই সঙ্গে রাশিয়ার ওপর পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞারও নিন্দা করেছে দেশটি।
চীনের এই ১২ দফা শান্তি প্রস্তাব প্রকাশের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে চীনের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি।
এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বেইজিংয়ের মতামতের সঙ্গে একমত।’
এই সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে। বেইজিং এই দাবিকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তবে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো আবার জানিয়েছে, চীন সরকার মস্কোতে ড্রোন ও আর্টিলারি শেল পাঠানোর কথা বিবেচনা করছে।
চীনা শান্তি প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেছেন, ‘পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট) এটিকে সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটি কীভাবে ভালো হতে পারে? চীনের শান্তি প্রস্তাবে আমি এমন কিছুই দেখিনি, যা নির্দেশ করে যে এর মধ্যে রাশিয়া ছাড়া অন্য কারও জন্য উপকারী কিছু আছে।’
বিবিসির বিশ্ববিষয়ক সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন রাশিয়ার পাশে রয়েছে বলে মনে হচ্ছে, যদিও তারা মুখে মুখে শান্তি চুক্তির কথা বলছে। এর মাধ্যমে তারা আসলে প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধারের উপায় খুঁজছে।’
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৬ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৭ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৭ ঘণ্টা আগে