পশ্চিমাদের ‘সিদ্ধান্তহীনতা’ ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে, যার ফলে দেশটিতে অনেক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। শনিবার (২১ জানুয়ারি) এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মানি ও পশ্চিমা দেশগুলোর উদ্দেশে এক টুইটে এমন মন্তব্য করেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, মিখাইলো তাঁর টুইটে লেখেন, ‘আজকের সিদ্ধান্তহীনতায় আমাদের আরও বেশি মানুষ মারা যাচ্ছে। সিদ্ধান্ত নিতে এক দিন দেরি মানেই আরও ইউক্রেনীয়দের মৃত্যু, তাই দ্রুত চিন্তা করুন।’
গত শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ন্যাটো ও ৫০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠক করেন। ওই বৈঠকের ঠিক আগে পশ্চিমাদের কাছে দ্রুত এই ট্যাংক সরবরাহের আবেদন জানান জেলেনস্কি। বৈঠকে প্রায় ৫০টি দেশ ইউক্রেনকে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়, যার মধ্যে রয়েছে সাঁজোয়া যান, গোলাবারুদ ও সমরাস্ত্র। কিয়েভকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতেই এই সামরিক সরঞ্জাম দিতে সম্মত হয়েছে দেশগুলো।
এদিকে লাটভিয়ান পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিংকেভিক্স বাল্টিক রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে একটি যৌথ বিবৃতি টুইট করেন। সেখানে তাঁরা জার্মানিকে যত দ্রুত সম্ভব ইউক্রেনে লেপার্ড ট্যাংক সরবরাহের আহ্বান জানান। রিংকেভিক্স লেখেন, রুশ আগ্রাসন বন্ধে ইউক্রেনকে সাহায্য করতে এবং ইউরোপে শান্তি পুনরুদ্ধারের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আর এ ক্ষেত্রে নেতৃস্থানীয় ইউরোপীয় শক্তি হিসেবে জার্মানির বিশেষ দায়িত্ব রয়েছে।
অন্যদিকে ইউক্রেনকে লেপার্ড ট্যাংকগুলো সরবরাহ করার বিষয়ে চাপের মধ্যে রয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ‘লেপার্ড ট্যাংক সরবরাহের ক্ষেত্রে কখন সিদ্ধান্ত নেওয়া হবে, কী সিদ্ধান্ত আসবে তা আমরা এখনই বলতে পারছি না।’
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরও ২৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই প্যাকেজে আরও সাঁজোয়া যান ও গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। ফিনল্যান্ড নতুন করে ৪৩ কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণের অস্ত্রসহায়তার ঘোষণা দিয়েছে। তবে এর মধ্যে জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক নেই। জার্মানি বলছে, সবাই মতৈক্য হলেই এই ট্যাংক পাঠানো যাবে। ইউরোপজুড়ে ন্যাটো সেনাবাহিনীতে বিপুলসংখ্যক লেপার্ড ট্যাংক আছে। ইউক্রেনের জন্য এ ধরনের ট্যাংক সবচেয়ে উপযুক্ত বলে আসছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
পশ্চিমাদের ‘সিদ্ধান্তহীনতা’ ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে, যার ফলে দেশটিতে অনেক মানুষের প্রাণহানির অভিযোগ উঠেছে। শনিবার (২১ জানুয়ারি) এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মানি ও পশ্চিমা দেশগুলোর উদ্দেশে এক টুইটে এমন মন্তব্য করেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, মিখাইলো তাঁর টুইটে লেখেন, ‘আজকের সিদ্ধান্তহীনতায় আমাদের আরও বেশি মানুষ মারা যাচ্ছে। সিদ্ধান্ত নিতে এক দিন দেরি মানেই আরও ইউক্রেনীয়দের মৃত্যু, তাই দ্রুত চিন্তা করুন।’
গত শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ন্যাটো ও ৫০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠক করেন। ওই বৈঠকের ঠিক আগে পশ্চিমাদের কাছে দ্রুত এই ট্যাংক সরবরাহের আবেদন জানান জেলেনস্কি। বৈঠকে প্রায় ৫০টি দেশ ইউক্রেনকে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়, যার মধ্যে রয়েছে সাঁজোয়া যান, গোলাবারুদ ও সমরাস্ত্র। কিয়েভকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতেই এই সামরিক সরঞ্জাম দিতে সম্মত হয়েছে দেশগুলো।
এদিকে লাটভিয়ান পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিংকেভিক্স বাল্টিক রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে একটি যৌথ বিবৃতি টুইট করেন। সেখানে তাঁরা জার্মানিকে যত দ্রুত সম্ভব ইউক্রেনে লেপার্ড ট্যাংক সরবরাহের আহ্বান জানান। রিংকেভিক্স লেখেন, রুশ আগ্রাসন বন্ধে ইউক্রেনকে সাহায্য করতে এবং ইউরোপে শান্তি পুনরুদ্ধারের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আর এ ক্ষেত্রে নেতৃস্থানীয় ইউরোপীয় শক্তি হিসেবে জার্মানির বিশেষ দায়িত্ব রয়েছে।
অন্যদিকে ইউক্রেনকে লেপার্ড ট্যাংকগুলো সরবরাহ করার বিষয়ে চাপের মধ্যে রয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ‘লেপার্ড ট্যাংক সরবরাহের ক্ষেত্রে কখন সিদ্ধান্ত নেওয়া হবে, কী সিদ্ধান্ত আসবে তা আমরা এখনই বলতে পারছি না।’
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের জন্য আরও ২৫০ কোটি ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই প্যাকেজে আরও সাঁজোয়া যান ও গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। ফিনল্যান্ড নতুন করে ৪৩ কোটি ৪০ লাখ ডলার সমপরিমাণের অস্ত্রসহায়তার ঘোষণা দিয়েছে। তবে এর মধ্যে জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক নেই। জার্মানি বলছে, সবাই মতৈক্য হলেই এই ট্যাংক পাঠানো যাবে। ইউরোপজুড়ে ন্যাটো সেনাবাহিনীতে বিপুলসংখ্যক লেপার্ড ট্যাংক আছে। ইউক্রেনের জন্য এ ধরনের ট্যাংক সবচেয়ে উপযুক্ত বলে আসছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথাকথিত অভিযানের নামে এই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ...
১৭ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই বিষয়ে জানেন এমন পাঁচটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন।
৪৪ মিনিট আগেইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত করছাড় বিল কংগ্রেসে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে। শুক্রবার (১৬ মে) হাউস বাজেট কমিটিতে প্রস্তাবটি প্রাথমিক ধাপেই আটকে যায়, কারণ রিপাবলিকান দলের কট্টরপন্থী সদস্যরা আরও বড় পরিসরে খরচ কমানোর দাবিতে বিলটি আটকে দেন। এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য
১০ ঘণ্টা আগে