রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞা হাঙ্গেরির অর্থনীতিতে পারমাণবিক বোমা হয়ে বিস্ফোরিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি এ কথা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মতে, রাশিয়ান জ্বালানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে তাঁর দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। এর ফলে হাঙ্গেরিকে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হবে। তাই তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন প্রস্তাবিত নিষেধাজ্ঞার দ্রুত বাস্তবায়ন প্রত্যাখ্যান করেছেন।
অরবান বলেছেন, ‘রাশিয়ার তেল নিষিদ্ধ করার পরিকল্পনা হাঙ্গেরির জন্য অনেক ব্যয়বহুল বলে বিবেচিত হবে এবং তা হবে হাঙ্গেরির অর্থনীতিতে ‘পারমাণবিক বোমা’ ফেলার সমান। রাশিয়ার তেলের নির্ভরতা কাটিয়ে উঠতে হাঙ্গেরির কমপক্ষে পাঁচ বছর লাগবে এবং আমাদের অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে।’
অরবান আরও জানিয়েছেন, তিনি নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে সেখানে অবশ্যই হাঙ্গেরির স্বার্থ পূরণের নিশ্চয়তা থাকতে হবে। গত এপ্রিলে চতুর্থ মেয়াদে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া অরবান শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে ইইউ প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে বর্তমানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে সমর্থন কতে পারে না।’
বিশ্লেষকদের ধারণা, অরবানের এই প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি করবে। কারণ, হাঙ্গেরি এরই মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে প্রাণঘাতী আঘাত হিসেবে চিহ্নিত করেছে। তবে, ইইউ-এর প্রস্তাবে অরবানের আপত্তিতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত বিশ্লেষকদের। কারণ, অরবান এর আগেও একাধিকবার রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।
তবে, ভিক্টর অরবানের এই অবস্থান রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রস্তাব পাশের ক্ষেত্রে একটি বড় বাধা।
রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন আরোপিত নিষেধাজ্ঞা হাঙ্গেরির অর্থনীতিতে পারমাণবিক বোমা হয়ে বিস্ফোরিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি এ কথা জানিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মতে, রাশিয়ান জ্বালানি তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে তাঁর দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়বে। এর ফলে হাঙ্গেরিকে ভয়াবহ মূল্য পরিশোধ করতে হবে। তাই তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়ন প্রস্তাবিত নিষেধাজ্ঞার দ্রুত বাস্তবায়ন প্রত্যাখ্যান করেছেন।
অরবান বলেছেন, ‘রাশিয়ার তেল নিষিদ্ধ করার পরিকল্পনা হাঙ্গেরির জন্য অনেক ব্যয়বহুল বলে বিবেচিত হবে এবং তা হবে হাঙ্গেরির অর্থনীতিতে ‘পারমাণবিক বোমা’ ফেলার সমান। রাশিয়ার তেলের নির্ভরতা কাটিয়ে উঠতে হাঙ্গেরির কমপক্ষে পাঁচ বছর লাগবে এবং আমাদের অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের প্রয়োজন হবে।’
অরবান আরও জানিয়েছেন, তিনি নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত তবে সেখানে অবশ্যই হাঙ্গেরির স্বার্থ পূরণের নিশ্চয়তা থাকতে হবে। গত এপ্রিলে চতুর্থ মেয়াদে হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া অরবান শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিওকে বলেছেন, ‘হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে ইইউ প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে বর্তমানে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে সমর্থন কতে পারে না।’
বিশ্লেষকদের ধারণা, অরবানের এই প্রত্যাখ্যান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বৃদ্ধি করবে। কারণ, হাঙ্গেরি এরই মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের নির্ভরতা থেকে নিজেদের মুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনাকে প্রাণঘাতী আঘাত হিসেবে চিহ্নিত করেছে। তবে, ইইউ-এর প্রস্তাবে অরবানের আপত্তিতে অবাক হওয়ার কিছু নেই বলেই মত বিশ্লেষকদের। কারণ, অরবান এর আগেও একাধিকবার রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।
তবে, ভিক্টর অরবানের এই অবস্থান রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রস্তাব পাশের ক্ষেত্রে একটি বড় বাধা।
ভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
১১ মিনিট আগেতিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১ ঘণ্টা আগেমার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বহু গোপন নথি প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাঁর ওপর গোয়েন্দা সংস্থা এফবিআই কীভাবে নজরদারি চালাত তা রয়েছে ২ লাখ ৩০ হাজার পৃষ্ঠার এই দলিলে। এ ছাড়া, রয়েছে আগে কখনো প্রকাশ না হওয়া সিআইএ রেকর্ড। ১৯৭৭ সাল থেকে এসব নথি আদালতের আদেশে জনসাধারণের আওতার বাইরে
২ ঘণ্টা আগেপ্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
৩ ঘণ্টা আগে