Ajker Patrika

ইউরোপকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি রাশিয়ার

অনলাইন ডেস্ক
Thumbnail image

জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। গত শনিবার এ হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সম্প্রতি ন্যাটো সম্মেলনে জার্মানিতে ট্যোমাহক ক্ষেপণাস্ত্রসহ দূরপাল্লার অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই ঘোষণার প্রতিক্রিয়ায় মস্কোর তরফ থেকে এমন বক্তব্য এল। 

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ একটি প্যারাডক্সের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘যেখানে ইউরোপ নিজেই আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু, সেখানে আমাদের দেশ ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে।’ তিনি বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলো ধারণ করার যথেষ্ট ক্ষমতা আমাদের আছে। তবে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয় দেশগুলোর রাজধানী শহর।’ 

পেসকভ ইঙ্গিত দেন, এ ধরনের সংঘর্ষ পুরো ইউরোপকে দুর্বল করে দিতে পারে। তিনি বলেন, ইউরোপ ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে। ইউরোপ তার সেরা সময়টাতে নেই। অন্যভাবে বলতে গেলে, ইতিহাসের পুনরাবৃত্তি অনিবার্য। 

এর আগে, গত বুধবার ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র জানায়, ২০২৬ সাল থেকে তারা জার্মানিতে ট্যোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ পর্যায়ক্রমে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করবে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বলছে, এ ধরনের উন্নত ক্ষমতার প্রয়োগ ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপের সম্মিলিত প্রতিরোধে ওয়াশিংটনের অবদানকে স্পষ্ট করবে। 

হোয়াইট হাউসের ওই ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন একটি শীতল যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার এবং ইউক্রেন-রাশিয়া সংঘাতে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ করেছে দেশটি। 

গত শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় উত্তেজনার ‘সম্ভাব্য বৃদ্ধির’ ঝুঁকি কমানোর বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। নিজ দেশে বিরোধীদের সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের এ-সংক্রান্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত