জার্মানির রাষ্ট্রীয় সংস্থা সিকিউরিং এনার্জি ফর ইউরোপ (সেফ) যুক্তরাষ্ট্রের ভেঞ্চার গ্লোবাল এলএনজির সঙ্গে প্রতিবছর ২ দশমিক ২৫ মিলিয়ন টন লিক্যুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির চুক্তি করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় ২০ বছর মেয়াদি এই চুক্তি স্বাক্ষর করল জার্মানি। ইউরোপের বৃহত্তম এই অর্থনীতির দেশ পর্যাপ্ত গ্যাস মজুতে রাখার জন্যই এই চুক্তি করেছে বলে ধারণা করা হচ্ছে।
জার্মান সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সেফ’ গত বছর প্রতিষ্ঠা করা হয়। এটি সাবেক ‘গাজপ্রোম জার্মানিয়া’র নতুন সংস্করণ। গত বছরের এপ্রিলে বহু বিলিয়ন ইউরো ঋণ নিয়ে বাজেয়াপ্ত হয়েছিল।
সেফের সিইও এগবার্ট লেজে চুক্তির বিষয়ে বলেন, ‘ভেঞ্চার গ্লোবাল এলএনজির সঙ্গে বাহিনীতে যোগদানের মাধ্যমে ‘সেফ’ জার্মান এবং ইউরোপীয় গ্রাহকদের জন্য জ্বালানি সুরক্ষিত করার চেষ্টা করছে। পাশাপাশি এই অঞ্চলের জ্বালানি শক্তির চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভেঞ্চার গ্লোবাল এলএনজির সিইও মাইক সাবেল বলেন, ‘জার্মানি জ্বালানি শক্তির খাতগুলোকে বৈচিত্র্যময় করতে কাজ করেছে। এলএনজি সেই বৈচিত্র আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এটি একই সময়ে পরিবেশ ও নিরাপত্তাকে শক্তিশালী করতে চায়।’
নতুন দীর্ঘমেয়াদি এই চুক্তি ইঙ্গিত দেয় যে জার্মানি প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা অব্যাহত রাখবে। যদিও দেড় বছর আগে এলএনজি সরবরাহের চুক্তিতে অনিচ্ছুক ছিল দেশটি।
গত বছরের শেষে জার্মানি কাতারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার অধীনে কাতার জার্মানিকে কমপক্ষে ১৫ বছরের জন্য এলএনজি সরবরাহ করবে। ২০২৬ থেকে শুরু করে রাষ্ট্রীয় সংস্থা কাতার এনার্জি এবং মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস কাতারের নর্থ ফিল্ড ইস্ট (এনএফই) থেকে গ্যাস সরবরাহের জন্য স্বাক্ষর করেছে। এমনকি নর্থ ফিল্ড সাউথ (এনএফএস) সম্প্রসারণ প্রকল্পেও সই করেছে।
রাশিয়ার গ্যাস না পাওয়ায় জার্মানি গত বছর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) ইনস্টল করা শুরু করে। এরপর জানুয়ারির শুরুতে জার্মানি উইলহেলমশেভেনের সদ্য খোলা এলএনজি আমদানি টার্মিনালে প্রথম ট্যাংকারকে স্বাগত জানায়। ট্যাংকারটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালকেসিউ পাস রপ্তানি কোম্পানির মাধ্যমে এসেছিল।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৭০ দশমিক ৭ মিলিয়ন টন এলএনজি আমদানি পরিকল্পনা করেছে। এমনটি হলে জার্মানি বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি আমদানিকারক হবে।
জার্মানির রাষ্ট্রীয় সংস্থা সিকিউরিং এনার্জি ফর ইউরোপ (সেফ) যুক্তরাষ্ট্রের ভেঞ্চার গ্লোবাল এলএনজির সঙ্গে প্রতিবছর ২ দশমিক ২৫ মিলিয়ন টন লিক্যুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির চুক্তি করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় ২০ বছর মেয়াদি এই চুক্তি স্বাক্ষর করল জার্মানি। ইউরোপের বৃহত্তম এই অর্থনীতির দেশ পর্যাপ্ত গ্যাস মজুতে রাখার জন্যই এই চুক্তি করেছে বলে ধারণা করা হচ্ছে।
জার্মান সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘সেফ’ গত বছর প্রতিষ্ঠা করা হয়। এটি সাবেক ‘গাজপ্রোম জার্মানিয়া’র নতুন সংস্করণ। গত বছরের এপ্রিলে বহু বিলিয়ন ইউরো ঋণ নিয়ে বাজেয়াপ্ত হয়েছিল।
সেফের সিইও এগবার্ট লেজে চুক্তির বিষয়ে বলেন, ‘ভেঞ্চার গ্লোবাল এলএনজির সঙ্গে বাহিনীতে যোগদানের মাধ্যমে ‘সেফ’ জার্মান এবং ইউরোপীয় গ্রাহকদের জন্য জ্বালানি সুরক্ষিত করার চেষ্টা করছে। পাশাপাশি এই অঞ্চলের জ্বালানি শক্তির চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভেঞ্চার গ্লোবাল এলএনজির সিইও মাইক সাবেল বলেন, ‘জার্মানি জ্বালানি শক্তির খাতগুলোকে বৈচিত্র্যময় করতে কাজ করেছে। এলএনজি সেই বৈচিত্র আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এটি একই সময়ে পরিবেশ ও নিরাপত্তাকে শক্তিশালী করতে চায়।’
নতুন দীর্ঘমেয়াদি এই চুক্তি ইঙ্গিত দেয় যে জার্মানি প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা অব্যাহত রাখবে। যদিও দেড় বছর আগে এলএনজি সরবরাহের চুক্তিতে অনিচ্ছুক ছিল দেশটি।
গত বছরের শেষে জার্মানি কাতারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার অধীনে কাতার জার্মানিকে কমপক্ষে ১৫ বছরের জন্য এলএনজি সরবরাহ করবে। ২০২৬ থেকে শুরু করে রাষ্ট্রীয় সংস্থা কাতার এনার্জি এবং মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস কাতারের নর্থ ফিল্ড ইস্ট (এনএফই) থেকে গ্যাস সরবরাহের জন্য স্বাক্ষর করেছে। এমনকি নর্থ ফিল্ড সাউথ (এনএফএস) সম্প্রসারণ প্রকল্পেও সই করেছে।
রাশিয়ার গ্যাস না পাওয়ায় জার্মানি গত বছর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) ইনস্টল করা শুরু করে। এরপর জানুয়ারির শুরুতে জার্মানি উইলহেলমশেভেনের সদ্য খোলা এলএনজি আমদানি টার্মিনালে প্রথম ট্যাংকারকে স্বাগত জানায়। ট্যাংকারটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালকেসিউ পাস রপ্তানি কোম্পানির মাধ্যমে এসেছিল।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৭০ দশমিক ৭ মিলিয়ন টন এলএনজি আমদানি পরিকল্পনা করেছে। এমনটি হলে জার্মানি বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি আমদানিকারক হবে।
ভূমিকম্পের ঝুঁকি থাকলেও মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবে রাশিয়া। এই প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোসাটম রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এই নিশ্চায়ন এমন এক সময়ে এল যার সপ্তাহ কয়েক আগেই মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৪ হাজার মানুষের...
১ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের অন্যতম ব্যবসা টেসলার মুনাফায় ব্যাপক ধস নেমেছে। আর এতেই টনক নড়েছে মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিজের ভূমিকা কমিয়ে ব্যবসায় আরও বেশি মনযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য
৩ ঘণ্টা আগেআইবির এই কর্মকর্তা লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি)–এর অধীনে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। অন্য বহু পর্যটকের সঙ্গে তাঁরা পহেলগামের বাইসারান উপত্যকায় (‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছিলেন। ওই সময় অস্ত্রধারীরা তাঁদের ওপর হামলা করে।
৩ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক মাধ্যমে ইসরায়েলের সরকারি অ্যাকাউন্ট থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছিল। তবে পরে তা মুছে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা। যদিও ইসরায়েল সরকার এই শোকবার্তা মুছে ফেলার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
৩ ঘণ্টা আগে