Ajker Patrika

গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি নয় ফ্রান্স

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৩: ১১
গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে রাজি নয় ফ্রান্স

রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনতে হলে রুবলে মূল্য পরিশোধ করতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে দাবি করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গতকাল শুক্রবার তিনি বলেন, ‘মস্কো তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাখোঁ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘রাশিয়ার সঙ্গে যে চুক্তি ছিল, তার সঙ্গে এটা (রুবলে মূল্য পরিশোধ) সংগতিপূর্ণ নয়। আমি কেন এটা করব তা বুঝতে পারছি না। ক্রেমলিনের কৌশল অনুসরণ করে আমরা আমাদের বিশ্লেষণের কাজ চালিয়ে যাচ্ছি।’ 

তিনি আরও বলেন, ‘ইউরোপের মাটিতে যাঁরা আছেন তাঁরা অবশ্যই ইউরোর মাধ্যমেই গ্যাস কিনবেন। সুতরাং তাঁর (পুতিনের) অনুরোধ রক্ষা করা সম্ভব নয় এবং এটি চুক্তিভিত্তিকও নয়।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমার বিশ্বাস যে ইইউয়ের নিষেধাজ্ঞা ঠেকানোর জন্যই মস্কো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এটি নিষেধাজ্ঞা এড়ানোর একটি প্রক্রিয়া।’

এদিকে ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের দুর্বল নিষেধাজ্ঞার মুখে তিনি রুশ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই করছেন।

এর আগে গত বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘বন্ধু নয় এমন দেশকে রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত