অনলাইন ডেস্ক
লোহা চোরের কীর্তিতে থেমে গেল জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যবর্তী বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন চলাচল। গত সোমবার জার্মানির ল্যাম্পারথেইম শহরের ম্যানহেইম সেন্ট্রাল স্টেশনের অধীনে বেশ কয়েকটি জায়গায় রেললাইনের অংশ খুলে নেওয়া হয়। তবে ট্রেন পরে চালু হয়েছে কিনা তা জানা যায়নি।
জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল প্রতিষ্ঠান ডয়চে বান জানায়, গত সোমবার সকালে ম্যানহেইম সেন্ট্রাল স্টেশন ও নিকটবর্তী শহর ল্যাম্পারথেইমের মধ্যবর্তী রেললাইনের অংশ চুরির বিষয়টি সামনে আসে।
এতে বার্লিন–ফ্রাঙ্কফুর্ট–স্টুটগার্ট রুটে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (আইসিই) ট্রেনগুলো চলাচলে বিঘ্ন দেখা দেয় এবং ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যে সমস্ত পরিষেবা বাতিল করা হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন–ওয়েস্টফালিয়া থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও স্টুটগার্ট হয়ে দক্ষিণে মিউনিখগামী কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। অপারেটরটিকে ফ্রাঙ্কফুর্ট এবং ম্যানহেইমের মধ্যে চলাচলকারী অন্যান্য আইসিই ট্রেনের রুট পরিবর্তন করতে হয়।
সম্প্রতি জার্মানিতে তামা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্ক্র্যাপ ধাতুর দাম বেড়ে যাওয়ায় এ ধরনের চুরি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, লোহা বা ধাতু চুরির সঙ্গে শুধু একক ব্যক্তিই দায়ী নয়, অনেক পেশাগতভাবে সংগঠিত গ্যাংও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এ ধরনের চুরি করছে।
রেল অপারেটরের মুখপাত্র ইউরোনিউজকে বলেন, সম্প্রতি জার্মানিতে ডয়চে বান নিয়ন্ত্রিত রেললাইনে লোহা চুরির ৪৫০টি ঘটনা ঘটেছে। এ চুরির কারণে ৩ হাজার ২০০টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ট্রেনগুলো মোট ৪০ হাজার মিনিট বিলম্বিত হয় এবং প্রতিষ্ঠানের ৭০ লাখ ইউরো ক্ষতি হয়।
গত বছর বড়দিনের সময় ম্যানহেইমের কাছে কপার কেবল চুরি হওয়ায় স্থানীয় ট্রেন চলাচল কয়েক দিন পর্যন্ত ব্যাহত হয়। এ ছাড়াও চলতি মাসে আরেক ধাতু চুরির ঘটনায় ফ্রাঙ্কফুর্ট ও কলোনের মধ্যে বেশ কয়েকটি আইসিই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
লোহা চোরের কীর্তিতে থেমে গেল জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যবর্তী বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন চলাচল। গত সোমবার জার্মানির ল্যাম্পারথেইম শহরের ম্যানহেইম সেন্ট্রাল স্টেশনের অধীনে বেশ কয়েকটি জায়গায় রেললাইনের অংশ খুলে নেওয়া হয়। তবে ট্রেন পরে চালু হয়েছে কিনা তা জানা যায়নি।
জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল প্রতিষ্ঠান ডয়চে বান জানায়, গত সোমবার সকালে ম্যানহেইম সেন্ট্রাল স্টেশন ও নিকটবর্তী শহর ল্যাম্পারথেইমের মধ্যবর্তী রেললাইনের অংশ চুরির বিষয়টি সামনে আসে।
এতে বার্লিন–ফ্রাঙ্কফুর্ট–স্টুটগার্ট রুটে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (আইসিই) ট্রেনগুলো চলাচলে বিঘ্ন দেখা দেয় এবং ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যে সমস্ত পরিষেবা বাতিল করা হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন–ওয়েস্টফালিয়া থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও স্টুটগার্ট হয়ে দক্ষিণে মিউনিখগামী কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। অপারেটরটিকে ফ্রাঙ্কফুর্ট এবং ম্যানহেইমের মধ্যে চলাচলকারী অন্যান্য আইসিই ট্রেনের রুট পরিবর্তন করতে হয়।
সম্প্রতি জার্মানিতে তামা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্ক্র্যাপ ধাতুর দাম বেড়ে যাওয়ায় এ ধরনের চুরি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, লোহা বা ধাতু চুরির সঙ্গে শুধু একক ব্যক্তিই দায়ী নয়, অনেক পেশাগতভাবে সংগঠিত গ্যাংও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এ ধরনের চুরি করছে।
রেল অপারেটরের মুখপাত্র ইউরোনিউজকে বলেন, সম্প্রতি জার্মানিতে ডয়চে বান নিয়ন্ত্রিত রেললাইনে লোহা চুরির ৪৫০টি ঘটনা ঘটেছে। এ চুরির কারণে ৩ হাজার ২০০টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ট্রেনগুলো মোট ৪০ হাজার মিনিট বিলম্বিত হয় এবং প্রতিষ্ঠানের ৭০ লাখ ইউরো ক্ষতি হয়।
গত বছর বড়দিনের সময় ম্যানহেইমের কাছে কপার কেবল চুরি হওয়ায় স্থানীয় ট্রেন চলাচল কয়েক দিন পর্যন্ত ব্যাহত হয়। এ ছাড়াও চলতি মাসে আরেক ধাতু চুরির ঘটনায় ফ্রাঙ্কফুর্ট ও কলোনের মধ্যে বেশ কয়েকটি আইসিই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রধান সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) কর্মীদের আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। সংস্থাটি গত মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ নথি প্রকাশ করেছে। এটি গত মঙ্গলবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সব কর্মীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকারকে সংকুচিত করার নীতির আলোকে তাঁদের এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, চাকরি ছেড়ে দিলে কর্মীরা প্রায় আট মাসের বেতন এবং অন্যান্য সুবিধা
৫ ঘণ্টা আগেফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্ব
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই ভূখণ্ডের দখল নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, একটি ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করা হবে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে
৬ ঘণ্টা আগে