লোহা চোরের কীর্তিতে থেমে গেল জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যবর্তী বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন চলাচল। গত সোমবার জার্মানির ল্যাম্পারথেইম শহরের ম্যানহেইম সেন্ট্রাল স্টেশনের অধীনে বেশ কয়েকটি জায়গায় রেললাইনের অংশ খুলে নেওয়া হয়। তবে ট্রেন পরে চালু হয়েছে কিনা তা জানা যায়নি।
জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল প্রতিষ্ঠান ডয়চে বান জানায়, গত সোমবার সকালে ম্যানহেইম সেন্ট্রাল স্টেশন ও নিকটবর্তী শহর ল্যাম্পারথেইমের মধ্যবর্তী রেললাইনের অংশ চুরির বিষয়টি সামনে আসে।
এতে বার্লিন–ফ্রাঙ্কফুর্ট–স্টুটগার্ট রুটে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (আইসিই) ট্রেনগুলো চলাচলে বিঘ্ন দেখা দেয় এবং ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যে সমস্ত পরিষেবা বাতিল করা হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন–ওয়েস্টফালিয়া থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও স্টুটগার্ট হয়ে দক্ষিণে মিউনিখগামী কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। অপারেটরটিকে ফ্রাঙ্কফুর্ট এবং ম্যানহেইমের মধ্যে চলাচলকারী অন্যান্য আইসিই ট্রেনের রুট পরিবর্তন করতে হয়।
সম্প্রতি জার্মানিতে তামা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্ক্র্যাপ ধাতুর দাম বেড়ে যাওয়ায় এ ধরনের চুরি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, লোহা বা ধাতু চুরির সঙ্গে শুধু একক ব্যক্তিই দায়ী নয়, অনেক পেশাগতভাবে সংগঠিত গ্যাংও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এ ধরনের চুরি করছে।
রেল অপারেটরের মুখপাত্র ইউরোনিউজকে বলেন, সম্প্রতি জার্মানিতে ডয়চে বান নিয়ন্ত্রিত রেললাইনে লোহা চুরির ৪৫০টি ঘটনা ঘটেছে। এ চুরির কারণে ৩ হাজার ২০০টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ট্রেনগুলো মোট ৪০ হাজার মিনিট বিলম্বিত হয় এবং প্রতিষ্ঠানের ৭০ লাখ ইউরো ক্ষতি হয়।
গত বছর বড়দিনের সময় ম্যানহেইমের কাছে কপার কেবল চুরি হওয়ায় স্থানীয় ট্রেন চলাচল কয়েক দিন পর্যন্ত ব্যাহত হয়। এ ছাড়াও চলতি মাসে আরেক ধাতু চুরির ঘটনায় ফ্রাঙ্কফুর্ট ও কলোনের মধ্যে বেশ কয়েকটি আইসিই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
লোহা চোরের কীর্তিতে থেমে গেল জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যবর্তী বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন চলাচল। গত সোমবার জার্মানির ল্যাম্পারথেইম শহরের ম্যানহেইম সেন্ট্রাল স্টেশনের অধীনে বেশ কয়েকটি জায়গায় রেললাইনের অংশ খুলে নেওয়া হয়। তবে ট্রেন পরে চালু হয়েছে কিনা তা জানা যায়নি।
জার্মানির রাষ্ট্রায়ত্ত রেল প্রতিষ্ঠান ডয়চে বান জানায়, গত সোমবার সকালে ম্যানহেইম সেন্ট্রাল স্টেশন ও নিকটবর্তী শহর ল্যাম্পারথেইমের মধ্যবর্তী রেললাইনের অংশ চুরির বিষয়টি সামনে আসে।
এতে বার্লিন–ফ্রাঙ্কফুর্ট–স্টুটগার্ট রুটে চলাচলকারী ইন্টারসিটি এক্সপ্রেস (আইসিই) ট্রেনগুলো চলাচলে বিঘ্ন দেখা দেয় এবং ফ্রাঙ্কফুর্ট ও স্টুটগার্টের মধ্যে সমস্ত পরিষেবা বাতিল করা হয়। পশ্চিমাঞ্চলীয় রাজ্য নর্থ রাইন–ওয়েস্টফালিয়া থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ও স্টুটগার্ট হয়ে দক্ষিণে মিউনিখগামী কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। অপারেটরটিকে ফ্রাঙ্কফুর্ট এবং ম্যানহেইমের মধ্যে চলাচলকারী অন্যান্য আইসিই ট্রেনের রুট পরিবর্তন করতে হয়।
সম্প্রতি জার্মানিতে তামা চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্ক্র্যাপ ধাতুর দাম বেড়ে যাওয়ায় এ ধরনের চুরি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, লোহা বা ধাতু চুরির সঙ্গে শুধু একক ব্যক্তিই দায়ী নয়, অনেক পেশাগতভাবে সংগঠিত গ্যাংও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে এ ধরনের চুরি করছে।
রেল অপারেটরের মুখপাত্র ইউরোনিউজকে বলেন, সম্প্রতি জার্মানিতে ডয়চে বান নিয়ন্ত্রিত রেললাইনে লোহা চুরির ৪৫০টি ঘটনা ঘটেছে। এ চুরির কারণে ৩ হাজার ২০০টি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ট্রেনগুলো মোট ৪০ হাজার মিনিট বিলম্বিত হয় এবং প্রতিষ্ঠানের ৭০ লাখ ইউরো ক্ষতি হয়।
গত বছর বড়দিনের সময় ম্যানহেইমের কাছে কপার কেবল চুরি হওয়ায় স্থানীয় ট্রেন চলাচল কয়েক দিন পর্যন্ত ব্যাহত হয়। এ ছাড়াও চলতি মাসে আরেক ধাতু চুরির ঘটনায় ফ্রাঙ্কফুর্ট ও কলোনের মধ্যে বেশ কয়েকটি আইসিই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৯ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৪ ঘণ্টা আগে