Ajker Patrika

নর্ড স্ট্রিমের ছিদ্র দিয়ে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে 

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১০: ১৩
নর্ড স্ট্রিমের ছিদ্র দিয়ে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে 

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিমের ছিদ্র থেকে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে। পাইপলাইনটি পরিচালনাকারী সংস্থার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বাল্টিক সাগরের তলদেশে ছিদ্র হওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে। 

নর্ড স্ট্রিম-২ পাইপলাইন পরিচালনাকারী সংস্থার মুখপাত্র উলরিখ লিসেক বলেছেন, ‘বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত পাইপলাইনের ছিদ্র পানি এবং গ্যাসের চাপ সাম্যাবস্থায় চলে আসায় গ্যাস নিঃসরণ বন্ধ হয়ে গেছে।’ 

উলরিখ লিসেক আরও বলেছেন, ‘পাইপলাইনের ওপরের পানির চাপ ভেতরে থাকা গ্যাসের চাপের প্রায় সমান হওয়ায় আর গ্যাস বের হতে পারছে না। সুতরাং, আমাদের বক্তব্য হলো—পাইপলাইন দিয়ে এখনো গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।’ 

এ সময় এএফপির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, পাইপলাইনে এখন কী পরিমাণ গ্যাস রয়েছে? জবাবে তিনি বলেন, ‘সেটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।’ তবে অপর পাইপলাইন নর্ড স্ট্রিম-১-এর ছিদ্র তুলনামূলকভাবে আরও বড় হওয়ায় সেটি এখন কোন অবস্থায় রয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন ভূরাজনৈতিক উত্তেজনার বিষয় হিসেবে আলোচনায় রয়েছে। পশ্চিমা বিশ্বের ধারণা, রাশিয়া যেকোনো সময় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বদলা নিতে এই পাইপলাইনগুলো বন্ধ করে দিতে পারে। 

যদিও বর্তমানে পাইপলাইন দুটি পুরোপুরি কাজ করছে না, রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তার পরও এই অবস্থায় এখনো পাইপলাইন দুটিতে বিপুল পরিমাণ গ্যাস থেকে যাওয়ার কথা। তবে সাম্প্রতিক ছিদ্রগুলো বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। ডেনমার্কের সংবাদপত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণের ফলেই এই ছিদ্রগুলো সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে ইউক্রেনের অভিযোগের তির রাশিয়ার দিকে। দেশটি বলেছে, রাশিয়াই ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণগুলো করিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত