রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিমের ছিদ্র থেকে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে। পাইপলাইনটি পরিচালনাকারী সংস্থার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বাল্টিক সাগরের তলদেশে ছিদ্র হওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে।
নর্ড স্ট্রিম-২ পাইপলাইন পরিচালনাকারী সংস্থার মুখপাত্র উলরিখ লিসেক বলেছেন, ‘বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত পাইপলাইনের ছিদ্র পানি এবং গ্যাসের চাপ সাম্যাবস্থায় চলে আসায় গ্যাস নিঃসরণ বন্ধ হয়ে গেছে।’
উলরিখ লিসেক আরও বলেছেন, ‘পাইপলাইনের ওপরের পানির চাপ ভেতরে থাকা গ্যাসের চাপের প্রায় সমান হওয়ায় আর গ্যাস বের হতে পারছে না। সুতরাং, আমাদের বক্তব্য হলো—পাইপলাইন দিয়ে এখনো গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।’
এ সময় এএফপির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, পাইপলাইনে এখন কী পরিমাণ গ্যাস রয়েছে? জবাবে তিনি বলেন, ‘সেটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।’ তবে অপর পাইপলাইন নর্ড স্ট্রিম-১-এর ছিদ্র তুলনামূলকভাবে আরও বড় হওয়ায় সেটি এখন কোন অবস্থায় রয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন ভূরাজনৈতিক উত্তেজনার বিষয় হিসেবে আলোচনায় রয়েছে। পশ্চিমা বিশ্বের ধারণা, রাশিয়া যেকোনো সময় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বদলা নিতে এই পাইপলাইনগুলো বন্ধ করে দিতে পারে।
যদিও বর্তমানে পাইপলাইন দুটি পুরোপুরি কাজ করছে না, রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তার পরও এই অবস্থায় এখনো পাইপলাইন দুটিতে বিপুল পরিমাণ গ্যাস থেকে যাওয়ার কথা। তবে সাম্প্রতিক ছিদ্রগুলো বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। ডেনমার্কের সংবাদপত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণের ফলেই এই ছিদ্রগুলো সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে ইউক্রেনের অভিযোগের তির রাশিয়ার দিকে। দেশটি বলেছে, রাশিয়াই ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণগুলো করিয়েছে।
রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিমের ছিদ্র থেকে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে। পাইপলাইনটি পরিচালনাকারী সংস্থার এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বাল্টিক সাগরের তলদেশে ছিদ্র হওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের ছিদ্র থেকে গ্যাস নিঃসরণ বন্ধ হয়েছে।
নর্ড স্ট্রিম-২ পাইপলাইন পরিচালনাকারী সংস্থার মুখপাত্র উলরিখ লিসেক বলেছেন, ‘বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত পাইপলাইনের ছিদ্র পানি এবং গ্যাসের চাপ সাম্যাবস্থায় চলে আসায় গ্যাস নিঃসরণ বন্ধ হয়ে গেছে।’
উলরিখ লিসেক আরও বলেছেন, ‘পাইপলাইনের ওপরের পানির চাপ ভেতরে থাকা গ্যাসের চাপের প্রায় সমান হওয়ায় আর গ্যাস বের হতে পারছে না। সুতরাং, আমাদের বক্তব্য হলো—পাইপলাইন দিয়ে এখনো গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।’
এ সময় এএফপির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়, পাইপলাইনে এখন কী পরিমাণ গ্যাস রয়েছে? জবাবে তিনি বলেন, ‘সেটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।’ তবে অপর পাইপলাইন নর্ড স্ট্রিম-১-এর ছিদ্র তুলনামূলকভাবে আরও বড় হওয়ায় সেটি এখন কোন অবস্থায় রয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন ভূরাজনৈতিক উত্তেজনার বিষয় হিসেবে আলোচনায় রয়েছে। পশ্চিমা বিশ্বের ধারণা, রাশিয়া যেকোনো সময় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বদলা নিতে এই পাইপলাইনগুলো বন্ধ করে দিতে পারে।
যদিও বর্তমানে পাইপলাইন দুটি পুরোপুরি কাজ করছে না, রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তার পরও এই অবস্থায় এখনো পাইপলাইন দুটিতে বিপুল পরিমাণ গ্যাস থেকে যাওয়ার কথা। তবে সাম্প্রতিক ছিদ্রগুলো বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। ডেনমার্কের সংবাদপত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণের ফলেই এই ছিদ্রগুলো সৃষ্টি হয়েছে। এ ক্ষেত্রে ইউক্রেনের অভিযোগের তির রাশিয়ার দিকে। দেশটি বলেছে, রাশিয়াই ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণগুলো করিয়েছে।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে..
৮ মিনিট আগেফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
১ ঘণ্টা আগেঘরে-বাইরে চাপের মুখে থাকলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলে ‘এক টনও’ কয়লা রপ্তানি না করা সিদ্ধান্তের ব্যাপারে অটল। গত বৃহস্পতিবার তিনি এই অবস্থান ব্যক্ত করেন। তিনি এমন এক সময়ে এই নির্দেশ দিলেন, যখন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখো মানুষ দিনের পর দিন না খেয়ে আছে।
২ ঘণ্টা আগে