মস্কোর রেড স্কয়ারে সমবেত হয়ে ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করেছেন রাশিয়ার কমিউনিস্টরা।
একসময় তাঁর ছবি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত। তাঁর নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।
রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তাঁরা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভ্রাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন।
এদিন অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে একটা কথাও বলেননি তিনি। এর আগে তিনি বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন।
১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।
মস্কোর রেড স্কয়ারে সমবেত হয়ে ১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করেছেন রাশিয়ার কমিউনিস্টরা।
একসময় তাঁর ছবি সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় সব জায়গায় থাকত। তাঁর নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কয়ারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।
রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তাঁরা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভ্রাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন।
এদিন অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সবাই লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে একটা কথাও বলেননি তিনি। এর আগে তিনি বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন।
১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়।
জলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও, কোন দেশ কতটা দায়ী, তা নি
২ মিনিট আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৩৭ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের অভিজাত এলাকায় একটি জমকালো দোতলা বাড়ি। বাইরে কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি গাড়ি এবং একটি নেমপ্লেটে লেখা ‘গ্র্যান্ড ডুচি অব ওয়েস্টার্কটিকা’ ও ‘এইচইএইচভি জৈন অনারারি কনসাল’—এই বিবরণগুলোই বলে দেয় এটি একটি দূতাবাস।
৩ ঘণ্টা আগে