Ajker Patrika

ইউক্রেনের যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে 

আপডেট : ০১ জুলাই ২০২২, ২২: ২২
ইউক্রেনের যুদ্ধ ইউরোপেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে 

ইউক্রেনে চলতে থাকা যুদ্ধ ইউক্রেন ছাড়িয়ে ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজকে এই কথা জানিয়েছেন।

পেক্কা হাভিস্তো জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবশ্যই আশঙ্কা রয়েছে। 

সিএনএনের সাংবাদিক জিম স্কুইট্টোর এক প্রশ্নের জবাবে পেক্কা হাভিস্তো বলেছেন, অবশ্যই এর আশঙ্কা রয়েছে। এবং ঠিক এ জন্যই এই সময়ে ইউক্রেনকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ।’

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান অবস্থা ধরে রাখতে পারলে তারা জিতে যাবে। আমি মনে করি তারা নৈতিকভাবে চাঙা রয়েছে। তারা খুবই সংগঠিত।’ তিনি আরও বলেন, ‘তাদের আমাদের সহায়তার প্রয়োজন।’ 

সম্প্রতি কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ভেঙে ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে হয়ে যাওয়া সম্মেলনে দেশ দুটোকে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। 

এদিকে এর প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘ন্যাটোতে যোগদান নিয়ে হেলসিঙ্কি এবং স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক অনিবার্যভাবে খারাপ হবে। আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন কিছুটা উত্তেজনা থাকতে পারে, অবশ্যই থাকবে। আমাদের জন্য হুমকি থাকলে এটি অনিবার্য।’ 

পুতিন আরও বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে আমাদের যে সমস্যা রয়েছে সেটা ফিনল্যান্ড এবং সুইডেনের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায় দিক। তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে, আগে কোনো হুমকি ছিল না। কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার পর যদি তাদের দেশে ন্যাটো সৈন্য মোতায়েন এবং অবকাঠামো নির্মাণ করে তবে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে। এ ছাড়া যে অঞ্চলগুলি থেকে আমাদের জন্য হুমকি তৈরি করা হয়েছে, তাদের জন্যও আমাদের একই হুমকি তৈরি করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত