Ajker Patrika

ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে কুড়াল হামলায় নারী নিহত

অনলাইন ডেস্ক
ছবি: বিবিসি
ছবি: বিবিসি

পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে এক নারীর ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী একজন কর্মী ছিলেন এবং গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে তিনি হামলার শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তা রক্ষী।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ২২ বছর বয়সী এক পোলিশ তরুণকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন, আটক যুবক তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তবে তিনি ওয়ারশ শহরের নন।

বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ‘একটি বিরাট ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হামলাকারী ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে এবং সরাসরি ‘অডিটোরিয়াম ম্যাক্সিমাম’ নামের বড় লেকচার হলে চলে যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত নারী ৫৩ বছর বয়সী একজন প্রহরী ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নিরাপত্তাকর্মীর বয়স ৩৯।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর অলোইজি নোভাক বলেন, ‘এই হত্যাকাণ্ডে আমরা সবাই স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

পোল্যান্ডের ন্যায়বিচার মন্ত্রী আদম বডনার ওই সময় কাছাকাছি একটি হলে প্যানেল আলোচনায় অংশ নিচ্ছিলেন। তিনি হামলা প্রত্যক্ষ না করলেও রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তিনি ঘটনার কথা জানতে পারেন। তিনি জানান, তাঁর নিরাপত্তায় নিযুক্ত একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আহত নিরাপত্তারক্ষীকে সহায়তা করেছেন।

ওয়ারশ শহরের মেয়র রাফাল ত্রাশকোভস্কিও এই ঘটনাকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এই বর্বর হামলার উপযুক্ত ও কঠোর শাস্তি হওয়া উচিত।’

এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সংগীত উৎসব ‘জুভেনালিয়া’ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত