অনলাইন ডেস্ক
পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে এক নারীর ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী একজন কর্মী ছিলেন এবং গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে তিনি হামলার শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তা রক্ষী।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ২২ বছর বয়সী এক পোলিশ তরুণকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন, আটক যুবক তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তবে তিনি ওয়ারশ শহরের নন।
বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ‘একটি বিরাট ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হামলাকারী ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে এবং সরাসরি ‘অডিটোরিয়াম ম্যাক্সিমাম’ নামের বড় লেকচার হলে চলে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত নারী ৫৩ বছর বয়সী একজন প্রহরী ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নিরাপত্তাকর্মীর বয়স ৩৯।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর অলোইজি নোভাক বলেন, ‘এই হত্যাকাণ্ডে আমরা সবাই স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
পোল্যান্ডের ন্যায়বিচার মন্ত্রী আদম বডনার ওই সময় কাছাকাছি একটি হলে প্যানেল আলোচনায় অংশ নিচ্ছিলেন। তিনি হামলা প্রত্যক্ষ না করলেও রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তিনি ঘটনার কথা জানতে পারেন। তিনি জানান, তাঁর নিরাপত্তায় নিযুক্ত একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আহত নিরাপত্তারক্ষীকে সহায়তা করেছেন।
ওয়ারশ শহরের মেয়র রাফাল ত্রাশকোভস্কিও এই ঘটনাকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এই বর্বর হামলার উপযুক্ত ও কঠোর শাস্তি হওয়া উচিত।’
এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সংগীত উৎসব ‘জুভেনালিয়া’ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে এক নারীর ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী একজন কর্মী ছিলেন এবং গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে তিনি হামলার শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তা রক্ষী।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ২২ বছর বয়সী এক পোলিশ তরুণকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন, আটক যুবক তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তবে তিনি ওয়ারশ শহরের নন।
বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ‘একটি বিরাট ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হামলাকারী ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে এবং সরাসরি ‘অডিটোরিয়াম ম্যাক্সিমাম’ নামের বড় লেকচার হলে চলে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত নারী ৫৩ বছর বয়সী একজন প্রহরী ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নিরাপত্তাকর্মীর বয়স ৩৯।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর অলোইজি নোভাক বলেন, ‘এই হত্যাকাণ্ডে আমরা সবাই স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
পোল্যান্ডের ন্যায়বিচার মন্ত্রী আদম বডনার ওই সময় কাছাকাছি একটি হলে প্যানেল আলোচনায় অংশ নিচ্ছিলেন। তিনি হামলা প্রত্যক্ষ না করলেও রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তিনি ঘটনার কথা জানতে পারেন। তিনি জানান, তাঁর নিরাপত্তায় নিযুক্ত একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আহত নিরাপত্তারক্ষীকে সহায়তা করেছেন।
ওয়ারশ শহরের মেয়র রাফাল ত্রাশকোভস্কিও এই ঘটনাকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এই বর্বর হামলার উপযুক্ত ও কঠোর শাস্তি হওয়া উচিত।’
এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সংগীত উৎসব ‘জুভেনালিয়া’ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
সেন্ট পিটার্স স্কয়ারে উচ্ছ্বাস আর করতালির মধ্য দিয়ে নিশ্চিত হলো খবরটি। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া বেরিয়েছে, অর্থাৎ নতুন পোপ নির্বাচিত হয়েছেন। এবার তাঁর সামনে আসার পালা। সবাই এখন তাকিয়ে রয়েছেন ভ্যাটিকান চার্চের ব্যালকনির দিকে।
২৫ মিনিট আগেবলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৬৫ বছর বয়সী এই নেতা তাই বর্তমানে গহিন জঙ্গলে আত্মগোপন করে আছেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আবারও দেশের ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
১ ঘণ্টা আগেএই হামলার পর জম্মুসহ রাজস্থান ও পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি করা হয়েছে এসব এলাকায়। এদিকে, ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হয়েছে দর্শকদের।
১ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দেশটি পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধ আর বাড়াতে চায় না। তবে দেশের কোনো প্রান্তে যদি সামরিক হামলা হয়, তার ‘দাঁত ভাঙা’ জবাব দেবে ভারত। আজ বৃহস্পতিবার (৮ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে