Ajker Patrika

ইউক্রেনে সাড়ে ৩ শতাধিক বেসামরিক মানুষ মারা গেছে: জাতিসংঘ

ইউক্রেনে সাড়ে ৩ শতাধিক বেসামরিক মানুষ মারা গেছে: জাতিসংঘ

ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ৩৫১ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই হামলায় আরও ৭০৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে। 

ওএইচসিএইচআরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বেশির ভাগ বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে ভারী কামান ও মাল্টি-লঞ্চ রকেট সিস্টেমের গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায়। 

তবে হতাহতের এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করছে ওএইচসিএইচআর। কারণ সম্প্রতি ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে তথ্য পেতে দেরি হয়েছে এবং এখনো অনেক প্রতিবেদন তারা হাতে পায়নি। 

ওএইচসিএইচআর বলছে, রাশিয়া ভলনোভাখা শহরে একটি নিরাপদ স্থানান্তর করিডোর খোলার কথা বললেও, এই শহরে শতাধিক বেসামরিক মানুষ হতাহতের অভিযোগ পেয়েছে তারা। 

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধ ঘোষণা করেন। এরপর থেকেও দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ঢুকে পড়েছে। এ ছাড়া ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত