Ajker Patrika

৫৩ শতাংশ সুইডিশ কোরআন পোড়ানোর বিপক্ষে: জরিপ

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২২: ১০
৫৩ শতাংশ সুইডিশ কোরআন পোড়ানোর বিপক্ষে: জরিপ

সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে বইছে সমালোচনার ঝড়। বিভিন্ন দেশ নানাভাবে এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। সুইডেনের সাধারণ মানুষও প্রকাশ্যে কোরআন পোড়ানোর বিপক্ষে মত দিচ্ছেন।

অধিকাংশ সুইডিশ এখন মনে করেন—প্রকাশ্যে কোরআন পোড়ানো নিষিদ্ধ হওয়া উচিত। সুইডেনের জাতীয় টেলিভিশন সম্প্রচারকারী প্রতিষ্ঠান এসভিটির জরিপে এমন চিত্রই উঠে এসেছে।

আন্তর্জাতিক নীতি তৈরিকারী ও সামাজিক গবেষণাকারী প্রতিষ্ঠান ‘কান্তার পাবলিক’ দ্বারা পরিচালিত জরিপে দেখা গেছে, জনসমক্ষে যেকোনো ধর্মের পবিত্র গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ হওয়া উচিত বলে মত দিয়েছেন ৫৩ শতাংশ সুইডিশ। তবে ৩৪ শতাংশ বলেছে, এ ধরনের কাজে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। জরিপে অংশ নেওয়া বাকি ১৩ শতাংশ ছিল সিদ্ধান্তহীন।

বৃহস্পতিবার (৬ জুলাই) জরিপের ফলাফল প্রকাশিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

জরিপের ফলাফলে আরও দেখা যায়, গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১১ শতাংশ বেশি সুইডিশ কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন।

কান্তার পাবলিকের মতামত বিভাগের প্রধান টোইভো সোজোরেন এসভিটিকে বলেন, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এটি সুইডিশ নাগরিকদের মতকে প্রভাবিত করে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত