Ajker Patrika

পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে সমবেত কার্ডিনালরা

বিবিসি
ছবি: এএফপি
ছবি: এএফপি

বিশ্বজুড়ে রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বুধবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বপালন করছেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।

নতুন পোপ নির্বাচনের জন্য ইতোমধ্যেই ভ্যাটিকানে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১৩০ জনেরও বেশি কার্ডিনাল। ভ্যাটিকান সময় অনুযায়ী আজ বিকেলে তারা যাবেন ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলে, যেখানে বিখ্যাত রেনেসাঁ ফ্রেস্কোর নিচে অনুষ্ঠিত হবে গোপন ভোট। এই প্রক্রিয়ার নাম ‘কনক্লেভ’।

রোমান ক্যাথলিক সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ, নতুন নির্বাচিত পোপই প্রায় দেড় বিলিয়ন ক্যাথলিকের আধ্যাত্মিক ও নৈতিক নেতৃত্ব দেবেন বিশ্বজুড়ে।

দিনটি স্মরণীয় করে রাখতে সকালে হালকা বৃষ্টির মধ্যেও অনেক সাধারণ মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত হয়ে অংশ নেন বিশেষ প্রার্থনায়।

এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ১৩৩ জন কার্ডিনাল, যাঁদের বয়স ৮০ বছরের কম। যদিও বিশ্বের মোট ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন, বয়সের সীমার কারণে সবাই ভোট দিতে পারছেন না।

স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে কার্ডিনালরা যখন সিস্টিন চ্যাপেলে প্রবেশ করবেন, তখন থেকেই তাদের উপর আরোপিত হবে সম্পূর্ণ নির্জনতা। পোপ নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা বাইরের দুনিয়ার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না।

এই নির্বাচন আয়োজনের পেছনে রয়েছে একটি শূন্যতা—৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, ২১ এপ্রিল থেকে পবিত্র আসনটি খালি রয়েছে। নতুন পোপ নির্বাচনের এই গোপনীয় এবং রীতিনীতিতে ভরপুর প্রক্রিয়াই এখন ভ্যাটিকানের কেন্দ্রবিন্দু।

এই নির্বাচন কত সময় লাগবে, তা নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ের কনক্লেভগুলো কয়েক দিনের মধ্যেই শেষ হলেও ইতিহাসে এমন নজির রয়েছে, যখন মাসের পর মাস ধরে পোপ নির্বাচন আটকে থেকেছে মতভেদ ও বিতর্কের কারণে।

নতুন ধর্মগুরু কে হবেন, সেই প্রশ্নের উত্তর জানতে এখন বিশ্বজুড়ে কোটি কোটি চোখ নিবদ্ধ ভ্যাটিকানের দিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত