যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ঘুষ নিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেল ভিক্টর শোকিন দাবি করেছেন, ২০১৬ সালে বাইডেন ইউক্রেনের একটি জ্বালানি কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শোকিন এই দাবি করেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শোকিন জানান, ২০১৬ সালের দিকে তিনি ইউক্রেনীয় জ্বালানি প্রতিষ্ঠান বুরিসমা এনার্জির ওপর একটি তদন্ত পরিচালনা করছিলেন। সে সময় বাইডেন তৎকালীন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পিওতর পরশেঙ্কোকে চাপ দিয়েছিলেন, যেন শোকিনকে তাঁর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। বাইডেন বুরিসমার হয়ে এই চাপ প্রয়োগ করেছিলেন এবং বিনিময়ে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। বাইডেনের ছেলে হান্টার বাইডেন সে সময় বুরিসমার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
সাবেক এই প্রসিকিউটর আরও বলেন, পরশেঙ্কো ও বাইডেন বুঝতে পেরেছিলেন, আমি যদি তদন্ত চালিয়ে যাই, তাহলে বুরিসমায় হান্টার বাইডেন এবং অপর এক মার্কিন নাগরিক ডেভন আর্চারসহ যাঁরা দুর্নীতি করেছিলেন, তার প্রমাণ ফাঁস হয়ে যেতে পারে।
পরে ভিক্টর শোকিনকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ইউক্রেনে যে দুর্নীতি চলছে তাঁর বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছেন।
শোকিন বলেন, তাঁর ‘দৃঢ় ব্যক্তিগত প্রত্যয়’ ছিল যে জো বাইডেন ও হান্টার বাইডেন উভয়েই বুরিসমা মামলায় নিজেদের পিঠ বাঁচাতে প্রচুর ঘুষ নিয়েছিলেন। এবং তাঁরা নিজেরাও নিচ্ছিলেন। তিনি আরও বলেন, ‘এটিও সত্য যে, জো বাইডেন আমাকে বরখাস্ত করার জন্য চাপ দিতে ১০০ কোটি ডলার নিয়েছিলেন।’
এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান স্যামস শোকিনের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং শোকিনের দায়িত্বকালে তাঁর কার্যালয় দুর্নীতির আড্ডা ছিল বলেও উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ঘুষ নিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেল ভিক্টর শোকিন দাবি করেছেন, ২০১৬ সালে বাইডেন ইউক্রেনের একটি জ্বালানি কোম্পানির কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শোকিন এই দাবি করেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শোকিন জানান, ২০১৬ সালের দিকে তিনি ইউক্রেনীয় জ্বালানি প্রতিষ্ঠান বুরিসমা এনার্জির ওপর একটি তদন্ত পরিচালনা করছিলেন। সে সময় বাইডেন তৎকালীন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পিওতর পরশেঙ্কোকে চাপ দিয়েছিলেন, যেন শোকিনকে তাঁর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। বাইডেন বুরিসমার হয়ে এই চাপ প্রয়োগ করেছিলেন এবং বিনিময়ে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। বাইডেনের ছেলে হান্টার বাইডেন সে সময় বুরিসমার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
সাবেক এই প্রসিকিউটর আরও বলেন, পরশেঙ্কো ও বাইডেন বুঝতে পেরেছিলেন, আমি যদি তদন্ত চালিয়ে যাই, তাহলে বুরিসমায় হান্টার বাইডেন এবং অপর এক মার্কিন নাগরিক ডেভন আর্চারসহ যাঁরা দুর্নীতি করেছিলেন, তার প্রমাণ ফাঁস হয়ে যেতে পারে।
পরে ভিক্টর শোকিনকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ইউক্রেনে যে দুর্নীতি চলছে তাঁর বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছেন।
শোকিন বলেন, তাঁর ‘দৃঢ় ব্যক্তিগত প্রত্যয়’ ছিল যে জো বাইডেন ও হান্টার বাইডেন উভয়েই বুরিসমা মামলায় নিজেদের পিঠ বাঁচাতে প্রচুর ঘুষ নিয়েছিলেন। এবং তাঁরা নিজেরাও নিচ্ছিলেন। তিনি আরও বলেন, ‘এটিও সত্য যে, জো বাইডেন আমাকে বরখাস্ত করার জন্য চাপ দিতে ১০০ কোটি ডলার নিয়েছিলেন।’
এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান স্যামস শোকিনের দাবি প্রত্যাখ্যান করেছেন এবং শোকিনের দায়িত্বকালে তাঁর কার্যালয় দুর্নীতির আড্ডা ছিল বলেও উল্লেখ করেছেন।
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
৭ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
৮ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
৯ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
৯ ঘণ্টা আগে