Ajker Patrika

আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাবে রাশিয়া

আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাবে রাশিয়া

আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাতে ‘সম্মত’ হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বরাতে শুক্রবার (৪ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তির আওতায় রুশ প্রেসিডেন্ট পুতিন আফ্রিকার দরিদ্র দেশগুলোতে বিনা মূল্যে শস্য পাঠাতে সম্মত হয়েছেন।

শুক্রবার ইস্তাম্বুলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় এরদোয়ান বলেন, ফোনালাপে জিবুতি, সোমালিয়া এবং সুদানের মতো দেশে রাশিয়া বিনা মূল্যে শস্য পাঠাবে বলে আশ্বস্ত করেছেন পুতিন।

রাশিয়া শস্য চুক্তিতে ফেরার দুদিন পরেই এ বক্তব্য দিলেন এরদোয়ান। এর আগে ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপল বন্দরের নিকটবর্তী কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌবহরে হামলাকে কেন্দ্র করে শস্য চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। পরে তারা গত ২ নভেম্বর ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিতে আবারও অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানায়।

পুতিন বলেন, রাশিয়া যদি ফের চুক্তি থেকে সরেও আসে তাহলেও ‘দরিদ্র দেশগুলোতে’ বিনা মূল্যে শস্য রপ্তানি অব্যাহত রাখা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত