শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়াটস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি দাঙ্গায় অর্থায়নের অভিযোগে গতকাল শুক্রবার মিনস্ক আদালত তাঁকে এইি কারাদণ্ড দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে প্রশংসনীয় কাজ করায় গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৬০ বছর বয়সী বিয়ালিয়াটস্কি। তিনি ‘ভিয়াসনা’ নামের মানবাধিকার সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। দাঙ্গায় অর্থায়ন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিয়ালিয়াটস্কি ও তাঁর তিন সহকর্মীকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, অপর তিন আসামিকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। বিয়ালিয়াটস্কি তাঁর বিরুদ্ধ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সোভিয়াতলানা সিসখানৌস্কায়া টুইটার পোস্টে বলেছেন, ‘বিয়ালিয়াটস্কি ও অন্য তিন কর্মীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এই লজ্জাজনক অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে এবং তাদের মুক্ত করতে হবে।’
কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন কর্মী হলেন ভ্যালেন্টিন স্টেফানোভিচ, ভ্লাদিমির লাবকোভিচ ও দিমিত্রি সলোভিয়ভ। এদের মধ্যে ভ্যালেন্টিন স্টেফানোভিচকে ৯ বছর, ভ্লাদিমির লাবকোভিচকে ৭ বছর ও দিমিত্রি সলোভিয়ভকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ভ্লাদিমির লাবকোভিচ আদালতে উপস্থিত ছিলেন না।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেরবক এই বিচারকে ‘প্রহসনমূলক বিচার’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, বেলারুশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় তাঁরা উদ্বিগ্ন। সেখানে ন্যায়বিচারের অভাব রয়েছে।
উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিল। সেই বিক্ষোভে অর্থায়নের অভিযোগ রয়েছে বিয়ালিয়াটস্কির বিরুদ্ধে। যদিও সে সময় তিনি কারাগারে বন্দী ছিলেন।
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়াটস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি দাঙ্গায় অর্থায়নের অভিযোগে গতকাল শুক্রবার মিনস্ক আদালত তাঁকে এইি কারাদণ্ড দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে প্রশংসনীয় কাজ করায় গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৬০ বছর বয়সী বিয়ালিয়াটস্কি। তিনি ‘ভিয়াসনা’ নামের মানবাধিকার সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। দাঙ্গায় অর্থায়ন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিয়ালিয়াটস্কি ও তাঁর তিন সহকর্মীকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, অপর তিন আসামিকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। বিয়ালিয়াটস্কি তাঁর বিরুদ্ধ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সোভিয়াতলানা সিসখানৌস্কায়া টুইটার পোস্টে বলেছেন, ‘বিয়ালিয়াটস্কি ও অন্য তিন কর্মীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এই লজ্জাজনক অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে এবং তাদের মুক্ত করতে হবে।’
কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন কর্মী হলেন ভ্যালেন্টিন স্টেফানোভিচ, ভ্লাদিমির লাবকোভিচ ও দিমিত্রি সলোভিয়ভ। এদের মধ্যে ভ্যালেন্টিন স্টেফানোভিচকে ৯ বছর, ভ্লাদিমির লাবকোভিচকে ৭ বছর ও দিমিত্রি সলোভিয়ভকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ভ্লাদিমির লাবকোভিচ আদালতে উপস্থিত ছিলেন না।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেরবক এই বিচারকে ‘প্রহসনমূলক বিচার’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, বেলারুশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় তাঁরা উদ্বিগ্ন। সেখানে ন্যায়বিচারের অভাব রয়েছে।
উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিল। সেই বিক্ষোভে অর্থায়নের অভিযোগ রয়েছে বিয়ালিয়াটস্কির বিরুদ্ধে। যদিও সে সময় তিনি কারাগারে বন্দী ছিলেন।
পপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।
৩ মিনিট আগেসব ধরনের বিবাহের জন্য ডেনমার্ক ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো নয়। তারা জন্মসনদ বা অবিবাহিত থাকার প্রমাণ চায় না। ডেনমার্কে বিয়ের জন্য শুধু একটি সার্টিফিকেট দরকার হয়। এটি পেলে চার মাসের মধ্যে ডেনমার্ক সরকার বিয়ের অনুমতি দেয়। কিছু ক্ষেত্রে, যদি ডিভোর্সের কাগজপত্র পরিষ্কার না হয়, তবে কর্মকর্তারা একটি
৩৫ মিনিট আগেখামেনি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে ইরান অনেক বড় সম্মান অর্জন করেছে, যা সারা বিশ্ব এখন মেনে নিচ্ছে। এর মাধ্যমে ইরান বিশ্বকে তার অদম্য শক্তি, ধৈর্য ও ইচ্ছাশক্তি দেখিয়েছে। সবাই এখন বুঝতে পারছে, বিশ্বমঞ্চে ইরানের শক্তি কতটা।’
১ ঘণ্টা আগেচীনের তিয়ানজিন শহরের এক পরিবারে ৩০ লাখ ইউয়ান (৫ কোটি ১৬ লাখের বেশি টাকা) মূল্যের সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে উত্তপ্ত আইনি লড়াই এক নাটকীয় মোড় নিয়েছে। এই বিবাদের একপর্যায়ে তারা জানতে পারেন—তাদের কেউই আসলে মৃত বাবা-মায়ের জৈবিক সন্তান নন।
২ ঘণ্টা আগে