অনলাইন ডেস্ক
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়াটস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি দাঙ্গায় অর্থায়নের অভিযোগে গতকাল শুক্রবার মিনস্ক আদালত তাঁকে এইি কারাদণ্ড দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে প্রশংসনীয় কাজ করায় গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৬০ বছর বয়সী বিয়ালিয়াটস্কি। তিনি ‘ভিয়াসনা’ নামের মানবাধিকার সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। দাঙ্গায় অর্থায়ন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিয়ালিয়াটস্কি ও তাঁর তিন সহকর্মীকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, অপর তিন আসামিকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। বিয়ালিয়াটস্কি তাঁর বিরুদ্ধ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সোভিয়াতলানা সিসখানৌস্কায়া টুইটার পোস্টে বলেছেন, ‘বিয়ালিয়াটস্কি ও অন্য তিন কর্মীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এই লজ্জাজনক অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে এবং তাদের মুক্ত করতে হবে।’
কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন কর্মী হলেন ভ্যালেন্টিন স্টেফানোভিচ, ভ্লাদিমির লাবকোভিচ ও দিমিত্রি সলোভিয়ভ। এদের মধ্যে ভ্যালেন্টিন স্টেফানোভিচকে ৯ বছর, ভ্লাদিমির লাবকোভিচকে ৭ বছর ও দিমিত্রি সলোভিয়ভকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ভ্লাদিমির লাবকোভিচ আদালতে উপস্থিত ছিলেন না।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেরবক এই বিচারকে ‘প্রহসনমূলক বিচার’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, বেলারুশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় তাঁরা উদ্বিগ্ন। সেখানে ন্যায়বিচারের অভাব রয়েছে।
উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিল। সেই বিক্ষোভে অর্থায়নের অভিযোগ রয়েছে বিয়ালিয়াটস্কির বিরুদ্ধে। যদিও সে সময় তিনি কারাগারে বন্দী ছিলেন।
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বেলারুশের মানবাধিকারকর্মী আলেস বিয়ালিয়াটস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি দাঙ্গায় অর্থায়নের অভিযোগে গতকাল শুক্রবার মিনস্ক আদালত তাঁকে এইি কারাদণ্ড দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে প্রশংসনীয় কাজ করায় গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ৬০ বছর বয়সী বিয়ালিয়াটস্কি। তিনি ‘ভিয়াসনা’ নামের মানবাধিকার সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। দাঙ্গায় অর্থায়ন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিয়ালিয়াটস্কি ও তাঁর তিন সহকর্মীকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয়েছিল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছে, অপর তিন আসামিকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। বিয়ালিয়াটস্কি তাঁর বিরুদ্ধ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
বেলারুশের নির্বাসিত বিরোধী নেতা সোভিয়াতলানা সিসখানৌস্কায়া টুইটার পোস্টে বলেছেন, ‘বিয়ালিয়াটস্কি ও অন্য তিন কর্মীকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এই লজ্জাজনক অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে এবং তাদের মুক্ত করতে হবে।’
কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন কর্মী হলেন ভ্যালেন্টিন স্টেফানোভিচ, ভ্লাদিমির লাবকোভিচ ও দিমিত্রি সলোভিয়ভ। এদের মধ্যে ভ্যালেন্টিন স্টেফানোভিচকে ৯ বছর, ভ্লাদিমির লাবকোভিচকে ৭ বছর ও দিমিত্রি সলোভিয়ভকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ভ্লাদিমির লাবকোভিচ আদালতে উপস্থিত ছিলেন না।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেরবক এই বিচারকে ‘প্রহসনমূলক বিচার’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, বেলারুশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় তাঁরা উদ্বিগ্ন। সেখানে ন্যায়বিচারের অভাব রয়েছে।
উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে বেলারুশে সরকারবিরোধী বিক্ষোভ ও দাঙ্গা হয়েছিল। সেই বিক্ষোভে অর্থায়নের অভিযোগ রয়েছে বিয়ালিয়াটস্কির বিরুদ্ধে। যদিও সে সময় তিনি কারাগারে বন্দী ছিলেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে