Ajker Patrika

কিয়েভে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪০
কিয়েভে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

কিয়েভে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার ইউক্রেনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

ইউক্রেনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আন্তন গেরাশচেঙ্কো বলেন, কিয়েভের দারনিতস্কি জেলায় কোশিতসিয়া স্ট্রিটে বিমানটি ভূপাতিত করা হয়। 

এদিকে শুক্রবার ভোরে কিয়েভে একাধিক বিস্ফোরণ শোনা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের একটি দল কিয়েভের মধ্যাঞ্চলে তিনটি বিস্ফোরণের কথা জানিয়েছে।

ইউক্রেনের সংবাদ সংস্থা ইউনিয়ান নিউজ এজেন্সিকে দেশটির সাবেক উপস্বরাষ্ট্রমন্ত্রী আন্তন হেরাশচেঙ্কো জানান, তিনিও দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তাঁর ধারণা, ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হামলায়। 

ইউক্রেনের সেনাবাহিনী এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত