Ajker Patrika

জার্মানিতে থেকেই ভোট দিচ্ছেন তুরস্কের নাগরিকেরা

ডয়চে ভেলে
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৫: ৪০
জার্মানিতে থেকেই ভোট দিচ্ছেন তুরস্কের নাগরিকেরা

জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে ভোট দিতে শুরু করলেন। জার্মানিতে বসেই তাঁরা এই ভোট দিচ্ছেন।

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচন আগামী ১৪ মে। কিন্তু দেশের বাইরে বসবাসকারী নাগরিকেরা স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে ভোট দেওয়া শুরু করলেন। জার্মানিতে ১৫ লাখ তুরস্কের নাগরিক রয়েছেন। তাঁরা বৃহস্পতিবার থেকে ভোট দিতে শুরু করেছেন।

এর আগে দেখা গেছে, জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা এরদোয়ানের কট্টর সমর্থক। কিন্তু এবার এরদোয়ান কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সমীক্ষা বলছে, প্রেসিডেন্ট নির্বাচনে রীতিমতো লড়াই হচ্ছে। কিছু সমীক্ষা এরদোয়ানকে পিছিয়ে রেখেছে। আগামী ৯ মে পর্যন্ত জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকেরা ভোট দিতে পারবেন।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্ককে জানিয়ে দিয়েছে, মোট ১৬টি ভোটকেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার। এর আগে কখনো এতগুলো ভোটকেন্দ্র হয়নি। ২০১৮ সালে ১৩টি ভোটকেন্দ্র ছিল।

বার্লিন, কোলন, স্টুটগার্ট, নুরেমবার্গসহ যেসব শহরে তুরস্কের কূটনৈতিক প্রতিনিধিরা রয়েছেন, সেখানে ভোটকেন্দ্র করার অনুমতি দেওয়া হয়েছে। 

২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোয়ান ও জার্মানির মধ্যে বেশ তিক্ততা ছিল। এরদোয়ান অভিযোগ করেছিলেন, জার্মানি তাঁর প্রচারে বাধা দিচ্ছে। 

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এবারও জানিয়ে দিয়েছে, জার্মানির নিয়ম হলো, নির্বাচনের ৩০ দিন আগে পর্যন্ত কোনো বিদেশি রাজনীতিক তাঁদের দেশে প্রচারণা চালাতে পারেন। তারপর নয়।

২০১৪ সালে কোলনে এরদোয়ানের একটি সভা ছিল। সেখানে তিনি ভোটের আগে তাঁর সমর্থকদের জড়ো করেছিলেন। এরদোয়ানের দাবি ছিল, ওটা ভোটের প্রচার ছিল না। ইউরোপে ইউনিয়ন অব টার্কিশ ডেমোক্র্যাটের (ইউইটিডি) ১০ বছর পূর্তি উৎসব পালন করেছেন তিনি। জার্মানির বহু রাজনীতিক এরদোয়ানকে ওই ইভেন্ট বাতিল করার আবেদন জানিয়েছিলেন। এরপর ২০১৮ সালে তাঁর প্রচার নিষিদ্ধ করে দেওয়া হয়।

২০১৮ সালের নির্বাচনে তিনি জার্মানিতে প্রায় ৬৫ শতাংশ ভোট পান। অথচ যুক্তরাষ্ট্রে তিনি পান ১৭ শতাংশ, যুক্তরাজ্যে ২১, ইরানে ৩৫ ও কাতারে ২৯ শতাংশ। তবে এবার তিনি জার্মানিতে একই রকম সমর্থন পাবেন কি না, বোঝা যাচ্ছে না। কারণ, বিরোধী প্রার্থী কেমাল কিরিচদারোলু এবার তুরস্কে ভালো সাড়া পাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত