পর্যটকের চাপ কমাতে ইতালির ভেনিস শহরে একদলে ২৫ জনের বেশি পর্যটক নিষিদ্ধ করছে দেশটি। এছাড়া পর্যটন স্বাচ্ছন্দ্যময় করতে লাউড স্পিকারের ব্যবহারও নিষিদ্ধ করা হবে। আগামী জুন থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাউডস্পিকারের ব্যবহারের কারণে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপ খালের শহরটির জন্য জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেনিস ইউরোপের সবচেয়ে বেশি দর্শনীয় স্থান।
গত সেপ্টেম্বরে ভেনিস দৈনিক দর্শনার্থীদের জন্য ৫ দশমিক ৩৫ ডলারের ফি পরিশোধের ঘোষণা দেয়।
শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা এলিসাবেট্টা পেসসে বলেন, সর্বশেষ এ নীতিগুলো ঐতিহাসিক এ কেন্দ্রটির পরিচালনার উন্নতির উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ভেনিস শহরটি মাত্র ৭ দশমিক ৬ বর্গ কিলোমিটারের ছোট একটি শহর কিন্তু ২০১৯ সালে এখানে প্রায় এক কোটি ৩০ লাখ পর্যটক ভ্রমণে আসে। আগামী কয়েক বছরে দর্শনার্থীর সংখ্যা মহামারির আগের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বছরের শুরুর দিকে ইউনেসকো শহরটিকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা উচিত বলে উল্লেখ করে। কারণ জলবায়ু পরিবর্তন এবং পর্যটকের ঢলের প্রভাব শহরটিতে বিরূপ পরিবর্তন ঘটানোর আশঙ্কা রয়েছে।
২০২১ সালে ভেনিসের হারবারে একটি জাহাজ বিধ্বস্ত হওয়ার পর শহরটির ঐতিহাসিক কেন্দ্রে গিউডেকা খাল দিয়ে বড় ক্রুজ জাহাজগুলোর প্রবেশ নিষিদ্ধ করা হয়। সমালোচকেরা আরও বলেন জাহাজগুলো দূষণ ঘটাচ্ছে। জাহাজের প্রবেশের কারণে নিয়মিত বন্যার সৃষ্টি হচ্ছে যা শহরের ভিত্তি নষ্ট করছে।
পর্যটকের চাপ কমাতে ইতালির ভেনিস শহরে একদলে ২৫ জনের বেশি পর্যটক নিষিদ্ধ করছে দেশটি। এছাড়া পর্যটন স্বাচ্ছন্দ্যময় করতে লাউড স্পিকারের ব্যবহারও নিষিদ্ধ করা হবে। আগামী জুন থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাউডস্পিকারের ব্যবহারের কারণে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপ খালের শহরটির জন্য জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেনিস ইউরোপের সবচেয়ে বেশি দর্শনীয় স্থান।
গত সেপ্টেম্বরে ভেনিস দৈনিক দর্শনার্থীদের জন্য ৫ দশমিক ৩৫ ডলারের ফি পরিশোধের ঘোষণা দেয়।
শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা এলিসাবেট্টা পেসসে বলেন, সর্বশেষ এ নীতিগুলো ঐতিহাসিক এ কেন্দ্রটির পরিচালনার উন্নতির উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুসারে, ভেনিস শহরটি মাত্র ৭ দশমিক ৬ বর্গ কিলোমিটারের ছোট একটি শহর কিন্তু ২০১৯ সালে এখানে প্রায় এক কোটি ৩০ লাখ পর্যটক ভ্রমণে আসে। আগামী কয়েক বছরে দর্শনার্থীর সংখ্যা মহামারির আগের সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বছরের শুরুর দিকে ইউনেসকো শহরটিকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা উচিত বলে উল্লেখ করে। কারণ জলবায়ু পরিবর্তন এবং পর্যটকের ঢলের প্রভাব শহরটিতে বিরূপ পরিবর্তন ঘটানোর আশঙ্কা রয়েছে।
২০২১ সালে ভেনিসের হারবারে একটি জাহাজ বিধ্বস্ত হওয়ার পর শহরটির ঐতিহাসিক কেন্দ্রে গিউডেকা খাল দিয়ে বড় ক্রুজ জাহাজগুলোর প্রবেশ নিষিদ্ধ করা হয়। সমালোচকেরা আরও বলেন জাহাজগুলো দূষণ ঘটাচ্ছে। জাহাজের প্রবেশের কারণে নিয়মিত বন্যার সৃষ্টি হচ্ছে যা শহরের ভিত্তি নষ্ট করছে।
জর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।
৩৩ মিনিট আগেবৈবাহিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেট বলেন, ‘ওর নির্যাতনে মাঝেমধ্যেই ঘুম ভেঙে যেত। চোখ খুলে দেখতাম ও আমার শরীরের ওপর। মাঝে মাঝে দাঁতে দাঁত চেপে সয়ে যেতাম। মাঝে মাঝে পারতাম না। ডুকরে কেঁদে উঠতাম। বেশির ভাগ সময়ই তাতেও ও থামত না। তবে মাঝে মাঝে থামত। কিন্তু তারপর ওর মেজাজ খুব খারাপ থাকত।
১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন জনপ্রিয় মার্কিন তারকা এলেন ডিজেনেরাস। বহুদিন ধরেই এ কথা শোনা গেলেও এবার নিজেই এর সত্যতা নিশ্চিত করলেন এই তারকা।
২ ঘণ্টা আগেভারতের মুম্বাইয়ে ২০০৬ সালের ট্রেন বিস্ফোরণে ১৮৯ জন নিহত ও ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়। সেই ঘটনার পর ১৯ বছর পর বোম্বে হাইকোর্ট সেই হামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১২ জনকেই খালাস দিয়েছে। ২০১৫ সালে মুম্বাইয়ের একটি আদালত এই ১২ জনকে দোষী সাব্যস্ত করে।
৩ ঘণ্টা আগে