Ajker Patrika

বৈদেশিক মুদ্রা উত্তোলনের নতুন পদ্ধতি চালু করল রাশিয়া

বৈদেশিক মুদ্রা উত্তোলনের নতুন পদ্ধতি চালু করল রাশিয়া

বৈদেশিক মুদ্রার আমানত থেকে অর্থ উত্তোলনের নতুন পদ্ধতি চালু করেছে ব্যাংক অব রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি চলতি বছরের ৯ মার্চ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে বৈদেশিক মুদ্রার আমানত থেকে অর্থ উত্তোলনে নতুন পদ্ধতি ঘোষণা করেছে। বুধবার সংবাদমাধ্যম সিএনএন নিউজ রাশিয়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ-এর বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে।

তবে নতুন এই পদ্ধতিতে এক বারে কেবল ১০ হাজার ডলার সমপরিমাণ অর্থ উত্তোলন করা যাবে।

ব্যাংক অব রাশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদ্ধতিতে চলতি বছরের ৯ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো গ্রাহক বিদেশি মুদ্রার আমানত বা ব্যক্তিগত অ্যাকাউন্ট অর্থ উত্তোলন করতে পারবেন। তবে একজন গ্রাহক এক বারে কেবল ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত তুলতে পারবেন নগদ। বাকি অর্থ যেদিন বাজারে রুবলের দর অনুসারে রুবলেই প্রদান করা হবে।’

উল্লেখ্য, বর্তমানে ১ রাশিয়ান রুবল সমান ০.০৭৮ মার্কিন ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত