Ajker Patrika

গোপন নথি ফাঁস, শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে উবারকে অনৈতিক সহায়তার অভিযোগ

আপডেট : ১১ জুলাই ২০২২, ২১: ৫৩
গোপন নথি ফাঁস, শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে উবারকে অনৈতিক সহায়তার অভিযোগ

‘উবার ফাইলস’ নামে উবারের লক্ষাধিক গোপন নথি ফাঁস করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) নামের একটি সংস্থা। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত উবারের লক্ষাধিক গোপন নথি রয়েছে ‘উবার ফাইলসে’। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া গোপন নথির সংখ্যা ১ লাখ ২৪ হাজার। এর মধ্যে ৮৩ হাজার ইমেইল কনভারসেশন ও ১ হাজার অন্যান্য কনভারসেশন রয়েছে। ফাঁস হওয়া গোপন নথিতে বিশ্বের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে উবারকে গোপনে অনৈতিক সহায়তা দেওয় বিষয়টি উঠে এসেছে। 

ফাঁস হওয়া নথি পর্যালোচনায় দেখা যায়, শীর্ষ রাজনীতিকরা গোপনে উবারকে অনৈতিক সুবিধা দিয়েছেন। উবারও বিভিন্ন বিষয়ের বিচার এড়াতে তদবির করেছে। ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার নিলি ক্রোসের মতো নেতাদের নাম। তাঁরা গোপনে উবারকে অনৈতিক সহায়তা দিয়েছেন। 

ট্যাক্সি খাতকে ক্ষতিগ্রস্থ করে ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণ করতে পছন্দের নেতাদের সহায়তা নিয়েছিল উবার। ফ্রান্সে যখন ট্যাক্সি চালকেরা আন্দোলনে নেমেছিল তখন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিককে বলেছিলেন, উবারের পক্ষে আইনে পাস করবেন। 

ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার নিলি ক্রোস তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই উবারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে কথা বলেছিলেন এবং গোপনে উবারের পক্ষে তদবির চালিয়েছিলেন। এটি ইউরোপীয় ইউনিয়নের নীতি বহির্ভূত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত