Ajker Patrika

ঈশ্বরকে নিয়ে রসিকতায় কোনো সমস্যা নেই: পোপ

ঈশ্বরকে নিয়ে রসিকতায় কোনো সমস্যা নেই: পোপ

ঈশ্বরকে নিয়ে রসিকতা করা কোনো ব্যাপার না, যতক্ষণ না এটি আক্রমণাত্মক হয়ে ওঠে। শুক্রবার ভ্যাটিকান সিটিতে সারা বিশ্ব থেকে আগত শতাধিক কমেডিয়ান, অভিনেতা ও লেখকের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এমন মতামত দেন খ্রিষ্ট ধর্মীয় প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। 

এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাটিকানের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ওপি গোল্ডবার্গ, জিমি ফ্যালন, কোনান ও’ব্রায়ান, ক্রিস রক এবং স্টিফেন কোলবার্টের মতো মার্কিন শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। তবে অতিথিদের মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন ইতালিয়ান। 

অনুষ্ঠানে ইতালিয়ান ভাষায় পোপ বলেন, ‘আমরা কি ঈশ্বরকে নিয়ে হাসাহাসি করতে পারি? অবশ্যই। এটা কোনো ধর্মদ্রোহিতা নয়। আমরা আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে যেভাবে রঙ্গ-তামাশা করি, সেভাবেই এটি হওয়া উচিত।’ 

একটি ভালো রসিকতার উদাহরণ দিতে গিয়ে পোপ বলেন, ‘রসিকতা আক্রমণাত্মক বা অমানবিক হয় না। কিংবা এটি মানুষকে খাটোও করে না।’ 

পোপের এসব মন্তব্য এমন এক সময় এল যখন তাঁর বিরুদ্ধে সমকামী মানুষদের নিয়ে অবজ্ঞাসূচক শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি। 

ঈশ্বরকে নিয়ে রসিকতার বিষয়ে পোপের ভাষ্যটি হলো—কেউ যখন কোনো মানুষের মুখে হাসি ফোটান, তখন তিনি আসলে ঈশ্বরকেও হাসান। 

অনুষ্ঠানে ৮৭ বছর বয়সী পোপ ৩০ মিনিটের বক্তব্য শেষে সব অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন, সেলফি তোলেন। এ সময় অতিথিদের সঙ্গে অনেক হাসি-ঠাট্টায়ও মেতে ওঠেন তিনি। অতিথিদের অনেকেই তাঁকে নানা ধরনের উপহার সামগ্রী দেন। এসব উপহারের মধ্যে এক বোতল ইতালিয়ান মদও ছিল। 

অনুষ্ঠানে অংশ নেওয়া মার্কিন টিভি উপস্থাপক ও’ব্রায়ান বলেন, ‘হ্যা এটা খুব সংক্ষিপ্ত সময়ের আড্ডা। তবে পোপের ইতালিয়ান ভাষা আমি কিছুই বুঝিনি।’ ও’ব্রায়ান অবশ্য জানিয়েছেন, পোপের কথাগুলো ইংরেজিতে অনুবাদের মাধ্যমে তাঁরা আসলে ঠিকই বুঝে নিয়েছেন। আর পোপের সঙ্গে হাত মেলানোর জন্য লাইনে দাঁড়ানোর বিষয়টিকে তিনি সান্তা ক্লজের সঙ্গে দেখা হওয়ার জন্য শিশুদের অপেক্ষার সঙ্গে তুলনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত