অনলাইন ডেস্ক
রাশিয়ার ৪৫ জন কূটনীতিবিদকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পোল্যান্ড। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দা এজেন্সিয়া বেজপিয়েসজন্তসওয়া বেভনেন্তজনেগো (এডব্লিউবি) বা ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি ওই ৪৫ রুশ নাগরিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এবিডব্লিউ-এর মুখপাত্র স্ত্যানিসলা জারিন বুধবার সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ৪৫ জনকে শনাক্ত করেছে রাশিয়ার গুপ্তচর হিসেবে। এসব ব্যক্তিরা পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা পেয়ে আসছিলেন।’
জারিন আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো তালিকায় রাশিয়ার “বিশেষ পরিষেবার কর্মকর্তা এবং তাঁদের সহযোগিতা করা ব্যক্তিদের”অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা পোল্যান্ডের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের মিত্রদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তি চালিয়েছেন।’
রাশিয়ার পক্ষে কাজ করায় এক পোলিশ নাগরিককে আটক করা হয়েছে জানিয়ে জারিন বলেন, ‘এডব্লিউবি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন পোলিশ নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তি ওয়ারশ’র রেজিস্ট্রি অফিসের আর্কাইভে কাজ করত। ওই ব্যক্তির কার্যকলাপ পোল্যান্ডের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’
পোল্যান্ড সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাঁর সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
এ দিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় বলেছে, পোল্যান্ড থেকে তাঁদের কূটনীতিবিদদের বহিষ্কার করা হলে তাঁরা প্রতিশোধ নেবে।
রাশিয়ার ৪৫ জন কূটনীতিবিদকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পোল্যান্ড। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দা এজেন্সিয়া বেজপিয়েসজন্তসওয়া বেভনেন্তজনেগো (এডব্লিউবি) বা ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি ওই ৪৫ রুশ নাগরিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এবিডব্লিউ-এর মুখপাত্র স্ত্যানিসলা জারিন বুধবার সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ৪৫ জনকে শনাক্ত করেছে রাশিয়ার গুপ্তচর হিসেবে। এসব ব্যক্তিরা পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা পেয়ে আসছিলেন।’
জারিন আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো তালিকায় রাশিয়ার “বিশেষ পরিষেবার কর্মকর্তা এবং তাঁদের সহযোগিতা করা ব্যক্তিদের”অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা পোল্যান্ডের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের মিত্রদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তি চালিয়েছেন।’
রাশিয়ার পক্ষে কাজ করায় এক পোলিশ নাগরিককে আটক করা হয়েছে জানিয়ে জারিন বলেন, ‘এডব্লিউবি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন পোলিশ নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তি ওয়ারশ’র রেজিস্ট্রি অফিসের আর্কাইভে কাজ করত। ওই ব্যক্তির কার্যকলাপ পোল্যান্ডের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’
পোল্যান্ড সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাঁর সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
এ দিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় বলেছে, পোল্যান্ড থেকে তাঁদের কূটনীতিবিদদের বহিষ্কার করা হলে তাঁরা প্রতিশোধ নেবে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৬ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৬ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৭ ঘণ্টা আগে