Ajker Patrika

সমালোচনার মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

সমালোচনার মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ মঙ্গলবার তিন দিনের সফরে তিনি প্রথমে রাশিয়া যাবেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানবিক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ। এখনো জাতিসংঘের সংস্থাগুলোকে ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশে বেগ পেতে হচ্ছে। এদিকে ওই এলাকায় চরম মানবিক সংকট ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মানবিক ক্ষেত্রে জাতিসংঘের উদ্যোগকে পুনরুজ্জীবিত করতে গুতেরেস এ সফর করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল অ্যান্ড ইমার্জিং রিস্কের প্রধান জিন-মার্ক রিকলি বলেছেন, ‘জাতিসংঘের কর্মসূচিতে নতুন গতি আনার উদ্দেশ্যেই গুতেরেসের এই সফর। বিশেষ করে মারিউপোলে মানবিক প্রবেশাধিকার এবং অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের আরও ভালোভাবে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব।’

গত মাসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ইউক্রেনের কর্মকর্তাদের আক্রমণের মুখে পড়েছিল। এ ছাড়া ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) তাদের নিষ্ক্রিয়তার জন্য এবং রাশিয়া সফরের জন্য সমালোচিত হয়েছিল। তখন আইসিআরসির প্রেসিডেন্ট পিটার মাউরার সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশ সংক্রান্ত আলোচনার জন্য মস্কোতে ছিলেন। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গুতেরেস এই সফরে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। 

এদিকে রুশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের মহাপরিচালক আন্দ্রে কর্তুনভ বলেছেন, ‘এই সফর থেকে আমাদের বড় ধরনের অগ্রগতির আশা করা উচিত নয়। কারণ পরিস্থিতি সমঝোতার জন্য মোটেও উপযুক্ত নয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত