ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করে শান্তি আনার লক্ষ্যে ১০ দফা প্রস্তাবের পরপরই গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভসহ অন্তত আটটি বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া হামলা করে বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধ শেষের কোনো আগ্রহ নেই তাদের।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার ইউক্রেনের জ্বালানিকেন্দ্র, ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে কমপক্ষে ৯০টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। শান্তি আনার লক্ষ্যে ১০ দফা প্রস্তাব দেওয়ার প্রত্যুত্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল রাশিয়া।
উল্লেখ্য, সিএনএনের প্রতিবেদন অনুসারে ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভ ছাড়াও ক্রিভি রিহ, রিভনি, সুমি, পলতাভা, খারকিভ ও লভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলন থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বেরিয়ে যাওয়ার পরপরই এই হামলা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলা মূলত রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের শান্তি প্রস্তাবের জবাব। তারা ইউক্রেনের শান্তি প্রস্তাব নিয়ে কী ভাবে, তা এই হামলার মাধ্যমে পরিষ্কার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কুলেবা বলেছেন, ‘শান্তি আলোচনার প্রস্তাবের জবাব এভাবেই দিল রাশিয়া। আমাদের অস্ত্র ও নৈতিকতার জোরেই এই সন্ত্রাস বন্ধ করা সম্ভব।’
এর আগে ক্রেমলিন বলেছে, মস্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি পরিকল্পনার প্রস্তাব বিবেচনা করেছে। তবে মস্কো বিশ্বাস করে, কিয়েভের শান্তি আলোচনার সদিচ্ছা নেই। এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ‘আমরা প্রস্তাবটি দেখেছি। আমরা এখানে মূল যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হলো, ইউক্রেনীয় পক্ষের কার্যত ও বিধিসম্মত উভয় অবস্থানই ইঙ্গিত দেয় যে, ইউক্রেন আলোচনা করতে পারে না এবং আলোচনা চায়ও না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করে শান্তি আনার লক্ষ্যে ১০ দফা প্রস্তাবের পরপরই গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভসহ অন্তত আটটি বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া হামলা করে বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধ শেষের কোনো আগ্রহ নেই তাদের।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার ইউক্রেনের জ্বালানিকেন্দ্র, ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে কমপক্ষে ৯০টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। শান্তি আনার লক্ষ্যে ১০ দফা প্রস্তাব দেওয়ার প্রত্যুত্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দিল রাশিয়া।
উল্লেখ্য, সিএনএনের প্রতিবেদন অনুসারে ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভ ছাড়াও ক্রিভি রিহ, রিভনি, সুমি, পলতাভা, খারকিভ ও লভিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলন থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বেরিয়ে যাওয়ার পরপরই এই হামলা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলা মূলত রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের শান্তি প্রস্তাবের জবাব। তারা ইউক্রেনের শান্তি প্রস্তাব নিয়ে কী ভাবে, তা এই হামলার মাধ্যমে পরিষ্কার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কুলেবা বলেছেন, ‘শান্তি আলোচনার প্রস্তাবের জবাব এভাবেই দিল রাশিয়া। আমাদের অস্ত্র ও নৈতিকতার জোরেই এই সন্ত্রাস বন্ধ করা সম্ভব।’
এর আগে ক্রেমলিন বলেছে, মস্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি পরিকল্পনার প্রস্তাব বিবেচনা করেছে। তবে মস্কো বিশ্বাস করে, কিয়েভের শান্তি আলোচনার সদিচ্ছা নেই। এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ‘আমরা প্রস্তাবটি দেখেছি। আমরা এখানে মূল যে বিষয়টি উল্লেখ করতে চাই তা হলো, ইউক্রেনীয় পক্ষের কার্যত ও বিধিসম্মত উভয় অবস্থানই ইঙ্গিত দেয় যে, ইউক্রেন আলোচনা করতে পারে না এবং আলোচনা চায়ও না।’
বর্তমানে, ৯৩টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই থাইল্যান্ডে ৬০ দিন পর্যন্ত থাকতে পারেন। তবে, এই নীতিটিও পর্যালোচনাধীন। ভিসা অপব্যবহারের উদ্বেগের কারণে থাই কর্তৃপক্ষ ভিসা-মুক্ত থাকার সময়সীমা কমিয়ে ৩০ দিন করার কথা বিবেচনা করছে। এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আগামী মাসগুলোতে এ বিষয়ে হ
১৫ মিনিট আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তার আগে, ইউক্রেনকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এমনটাই জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বলেছে, কিছু নির্দিষ্ট চুক্তির আকারে ফলাফল অর্জিত হলেই কেবল পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের
১৯ মিনিট আগেদায়িত্ব পালনরত অবস্থায় মোবাইলে গেম খেলার অভিযোগে জাপানের হিয়োগো প্রিফেকচারের এক পুলিশ কর্মকর্তার বেতন কাটা হয়েছে। এ ছাড়া তাঁর অধস্তন সাত কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে। প্রিফেককচার পুলিশ সদর দপ্তর ১৬ মে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
৩৭ মিনিট আগেবাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক বেশ শীতল হয় পড়ে। এর ফলে, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। এই অবস্থায়, ভারত কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন...
৫ ঘণ্টা আগে