পোল্যান্ডের জনগণকে অপমান করে মন্তব্য না করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মোরাভিয়েস্কি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহখানেক আগে ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড। তবে দেশটি তার ভূখণ্ড ব্যবহার করে ইউরোপের অন্যান্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করার সুযোগ অব্যাহত রেখেছে। তার পরও জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়া কৃষ্ণসাগরে অবরোধ আরোপ করায় কিয়েভ স্থলপথ ধরে শস্য রপ্তানি অব্যাহত রাখার চেষ্টা করছিল। কিন্তু আমাদের আশপাশের রাজনৈতিক শক্তিগুলো এই অবস্থায় রাশিয়ার লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করছে।’
জেলেনস্কির এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাভিয়েস্কি। কারণ, রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই কিয়েভের অন্যতম মিত্র হিসেবে পাশে থেকে পোল্যান্ড এমনকি দেশটি ইউক্রেনের অন্যতম অস্ত্র সহযোগিতাদাতা দেশও ছিল।
মোরাভিয়েস্কি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলে দিতে চাই, আর কখনোই পোলিশদের অপমান করে কথা বলবেন না। যেমনটা তিনি করেছেন জাতিসংঘের ভাষণের সময়।’ তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছেন।’
এর আগে গতকাল শুক্রবার পোল্যান্ডের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, শস্য আমদানি নিয়ে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার বিরোধ-উত্তেজনা কমানোর আপাতত পদক্ষেপে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না।
এক ব্যবসায়ী সম্মেলনে আন্দ্রেজ দুদা বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন থেকে পোল্যান্ডের বাজারে শস্য সরবরাহ নিয়ে সৃষ্ট বিরোধ সামগ্রিক পোলিশ-ইউক্রেনীয় সম্পর্কের একটি অংশ। তবে আমি বিশ্বাস করি, এটি দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, তাই আমাদের মধ্যে বিষয়টি সমাধান করা দরকার।’
পোল্যান্ডের জনগণকে অপমান করে মন্তব্য না করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মোরাভিয়েস্কি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহখানেক আগে ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড। তবে দেশটি তার ভূখণ্ড ব্যবহার করে ইউরোপের অন্যান্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করার সুযোগ অব্যাহত রেখেছে। তার পরও জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়া কৃষ্ণসাগরে অবরোধ আরোপ করায় কিয়েভ স্থলপথ ধরে শস্য রপ্তানি অব্যাহত রাখার চেষ্টা করছিল। কিন্তু আমাদের আশপাশের রাজনৈতিক শক্তিগুলো এই অবস্থায় রাশিয়ার লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করছে।’
জেলেনস্কির এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাভিয়েস্কি। কারণ, রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই কিয়েভের অন্যতম মিত্র হিসেবে পাশে থেকে পোল্যান্ড এমনকি দেশটি ইউক্রেনের অন্যতম অস্ত্র সহযোগিতাদাতা দেশও ছিল।
মোরাভিয়েস্কি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলে দিতে চাই, আর কখনোই পোলিশদের অপমান করে কথা বলবেন না। যেমনটা তিনি করেছেন জাতিসংঘের ভাষণের সময়।’ তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছেন।’
এর আগে গতকাল শুক্রবার পোল্যান্ডের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, শস্য আমদানি নিয়ে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার বিরোধ-উত্তেজনা কমানোর আপাতত পদক্ষেপে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না।
এক ব্যবসায়ী সম্মেলনে আন্দ্রেজ দুদা বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন থেকে পোল্যান্ডের বাজারে শস্য সরবরাহ নিয়ে সৃষ্ট বিরোধ সামগ্রিক পোলিশ-ইউক্রেনীয় সম্পর্কের একটি অংশ। তবে আমি বিশ্বাস করি, এটি দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, তাই আমাদের মধ্যে বিষয়টি সমাধান করা দরকার।’
ইউক্রেন সংকট ঘিরে সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন।
৩ ঘণ্টা আগেভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ বুধবার প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত ঘটে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সক্রিয় এবং উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা।
৪ ঘণ্টা আগেকারিগরি ত্রুটির কারণে লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
৪ ঘণ্টা আগেপর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জার্মান ক্রীড়াবিদ লাউরা ডালমেয়ার। সোমবার কারাকোরাম পর্বতমালার লায়লা পিক পর্বত আরোহণের সময় তিনি পাথর ধসে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে তাঁর ব্যবস্থাপনা সংস্থা ও জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থা।
৬ ঘণ্টা আগে