Ajker Patrika

রাশিয়ার হামলায় ইউক্রেন এযাবৎ ৩১ হাজার সেনা হারিয়েছে

অনলাইন ডেস্ক
Thumbnail image

রাশিয়ার পূর্ণাঙ্গ অভিযান শুরুর পর গত দুই বছরে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক বছরেরও বেশি সময় পর প্রথমবার নিহতের সরকারি হিসাব প্রকাশ করেছেন তিনি।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তিনি আহতদের সংখ্যা প্রকাশ করতে চান না কারণ এতে রাশিয়ার সামরিক পরিকল্পনা সহজ হবে।

তিনি বলেন, ‘এই যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তিন লাখ নয় বা দেড় লাখ নয়...পুতিন ওখানে মিথ্যা কথা বলছেন...কিন্তু তা সত্ত্বেও এটা আমাদের জন্য বড় ক্ষতি।’

২০২২ সালের শেষ নাগাদের পর থেকে ইউক্রেন সরকার নিজেদের সামরিক ক্ষয়–ক্ষতি প্রকাশ করেনি। তখন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলাইক জানিয়েছিলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়া পর থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে।

রাশিয়া কখনো তাদের সেনা নিহতের সংখ্যা প্রকাশ করে না। এটিকে গোপন তথ্য হিসেবেই রক্ষা করে দেশটি।

গত শনিবার রাশিয়া–ইউক্রেন যুদ্ধ দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে পড়েছে। কিন্তু বিগত দুই বছরে রণক্ষেত্রে ইউক্রেন তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি। দেশটির এক–পঞ্চমাংশ দখল করে নিয়েছে রাশিয়া। দুই বছর শেষে ইউক্রেন এখন ধুঁকছে অর্থ ও অস্ত্র সংকটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত