Ajker Patrika

রাশিয়ার দখলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫: ১৯
রাশিয়ার দখলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র

রুশ বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রটি দখলে নিয়েছে। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দখলে নেওয়ার পর রুশ সমর্থিত বাহিনী এটিকে অক্ষত রাখার দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্স আজ এক প্রতিবেদনে এসব জানিয়েছে। 

বিদ্যুৎকেন্দ্রটির নাম ভুহলেহিরস্ক বিদ্যুৎকেন্দ্র। এটি পূর্ব ইউক্রেনে অবস্থিত এবং এটি সোভিয়েত যুগের কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র। এটি দখল নেওয়াকে গত তিন সপ্তাহের মধ্যে রুশ বাহিনীর অন্যতম কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। 

তবে জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ ইউটিউবে পোস্ট করা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ভুলেহিরস্ককে দখল করার মাধ্যমে তারা একটি ক্ষুদ্র কৌশলগত বিজয় অর্জন করেছে।’ রাশিয়া দক্ষিণের আরও তিনটি অঞ্চলে ব্যাপক সেনা মোতায়েনের উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলার পরিকল্পনা করছেন। 

যুক্তরাষ্ট্র শুরু থেকেই রাশিয়ার ইউক্রেন আক্রমণকে একটি ‘অন্যায় যুদ্ধ’ বলে আসছে। অ্যান্টনি ব্লিংকেন ও সের্গেই লাভরভের মধ্যে যদি ফোনালাপ হয়, তবে সেটি হবে যুদ্ধ শুরুর পর এ দুই কীটনীতিকের প্রথম আলোচনা। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন

তবে সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেছেন, ‘আলোচনাটি ইউক্রেন যুদ্ধ নিয়ে হবে না। যুদ্ধ অবসানের জন্য যেকোনো আলোচনা কিয়েভ ও মস্কোর মধ্যেই হতে হবে।’ তবে তিনি লাভরভের সঙ্গে রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইউক্রেনের মধ্যে গত সপ্তাহে শস্য রপ্তানির অস্থায়ী চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। 

এদিকে রুশ বার্তা সংস্থা তাস বলেছে, ব্লিংকেন ও লাভরভের মধ্যে ফোনালাপের বিষয়ে রাশিয়া ওয়াশিংটনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। 

বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত