Ajker Patrika

থাইল্যান্ডে নিখোঁজ ব্রিটিশ কিশোরীকে পাওয়া গেল জর্জিয়ার কারাগারে

অনলাইন ডেস্ক
১৮ বছর বয়সী বেলা মে কুলি। ছবি: সংগৃহীত
১৮ বছর বয়সী বেলা মে কুলি। ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইংল্যান্ডের কাউন্টি ডারহামের বেলিংহ্যাম শহরের বাসিন্দা বেলাকে হাতকড়া পরিহিত অবস্থায় তিবলিসির একটি আদালতে প্রবেশ করতে দেখা গেছে।

গত শনিবার থেকেই পরিবারের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন ছিলেন বেলা। ওই দিন তাঁর মা লিয়ান কেনেডির সঙ্গে পূর্বনির্ধারিত ফোনালাপও হয়নি। এরপর তাঁর বাবা ও চাচি তাঁকে খুঁজতে থাইল্যান্ডের ব্যাংককে যান। অবশেষে গতকাল মঙ্গলবার তাঁরা জানতে পারেন, বেলা আসলে জর্জিয়ায় আটক আছেন।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণে মাদকদ্রব্য অবৈধভাবে ক্রয় ও মজুত রাখা এবং তা জর্জিয়ায় অবৈধভাবে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দেশটিতে ২০ বছর পর্যন্ত কিংবা আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে—২০০৬ সালে জন্ম নেওয়া বেলা কুলির বিরুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণে গাঁজা এবং হ্যাশিশ অবৈধভাবে সংগ্রহ, মজুত এবং জর্জিয়ায় প্রবেশ করানোর অভিযোগ আনা হয়েছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেলাকে তিবলিসি বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩৪টি হেরমেটিক্যালি সিল করা প্যাকেটে গাঁজা এবং ২০টি প্যাকেটে হ্যাশিশ উদ্ধার করা হয়।

ব্রিটিশ ফরেন অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, বেলাকে জর্জিয়ায় আটক করা হয়েছে এবং তাঁরা বেলার পরিবারের পাশে রয়েছেন। ক্লিভল্যান্ড পুলিশও বেলার আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

বেলার মা বলেছেন, ‘সে (বেলা) এপ্রিল মাসে এক বন্ধুর সঙ্গে ফিলিপাইনে গিয়েছিল এবং সেখান থেকে মে মাসের ৩ তারিখে থাইল্যান্ড যায়। সে প্রচুর ছবি পোস্ট করছিল। সর্বশেষ সে আমাকে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে একটি মেসেজ পাঠায়। পরে ভিডিও কলে কথা বলবে বলে জানিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত