Ajker Patrika

ইউক্রেনের আকাশে সেনাদের নজরে এল রহস্যময় বস্তু

ইউক্রেনের আকাশে সেনাদের নজরে এল রহস্যময় বস্তু

এবার এক উদ্ভট ঘটনার মুখোমুখি হলো ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনের সেনারা দাবি করছেন, নিজেদের আকাশ-সীমায় ডিস্কের মতো গোলাকৃতির একটি রহস্যময় যান তারা দেখতে পেয়েছেন। রহস্যময় ওই যানটি দেখতে অনেকটা ইউএফও-এর (কাল্পনিক এলিয়েন যান) মতো।

আজ বৃহস্পতিবার একাধিক গণমাধ্যম জানিয়েছে, রণক্ষেত্রে মোতায়েন রাখা একটি পর্যবেক্ষক ড্রোনের সাহায্যে রহস্যময় ওই বস্তুটির একটি ভিডিও ধারণ করেন সেনারা। পরে গতকাল পোস্ট করার পর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, ওই ভিডিওটি গতকালই সবার আগে অ্যাক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছিল অ্যালবাফেলা নামে একটি আইডি থেকে। এই আইডি থেকে ইউক্রেন যুদ্ধের নিয়মিত আপডেট প্রদান করা হয়। ভিডিওটি পোস্ট করে এর ক্যাপশনে লেখা হয়েছে—রণক্ষেত্রে ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা ডিস্ক সদৃশ একটি অজানা বস্তুর ভিডিও ধারণ করেছে।

এ বিষয়ে ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি সম্প্রতি ইউক্রেনের ৪০৬ ব্যাটালিয়নের একটি কোয়াডকপ্টার ড্রোনের সাহায্যে ধারণ করা হয়েছিল। এ ধরনের ড্রোন ইউক্রেনের সেনারা যুদ্ধের ময়দানে ব্যবহার করছেন। ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওটিতে দেখা গেছে, রহস্যময় ওই বস্তুটি সমতল থেকে অন্তত ৫০০ ফুট ওপরে ভাসছিল।

ভিডিওটি ধারণ করার সময় ইউক্রেনের সেনাদের তাৎক্ষণিক কিছু কথোপকথনও ধরা পড়েছে। একজন বলছিলেন, ‘এটি কেন আমাদের ওপর মিসাইল ছুড়ছে না?’

জবাবে অন্য একজন সেনা বললেন, ‘আপনি কী বোঝাতে চাইছেন?’

পরমুহূর্তে ক্যামেরার ল্যান্স দিয়ে রহস্যময় বস্তুটিকে আরেকটু বড় করে দেখার পর একজনকে বলতে শোনা যায়—‘হে ঈশ্বর, এটা কী? এটা নড়ছে না কেন?’

এ সময় আরেকজন সেনা বলেন, ‘আমি তোমাদের নিশ্চিত করে বলছি, এটি একটি ইউএফও।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর থেকে ইউক্রেনে আরও বেশ কয়েকবার এ ধরনের রহস্যময় বস্তু দেখা গেছে। গত বছরের জানুয়ারিতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রোস্তভ রাজ্যের গভর্নর ভাসিলি গোলাবেভ একটি টেলিগ্রাম পোস্টে দাবি করেছিলেন—প্রায় দেড় মাইল উচ্চতায় তারা বলের মতো দেখতে ছোট একটি বস্তুকে বাতাসে ভাসমান অবস্থায় দেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত