Ajker Patrika

রাশিয়ায় নতুন ১ লাখ ৩৩ হাজার সৈন্য নিয়োগে পুতিনের ডিক্রি

অনলাইন ডেস্ক
Thumbnail image

রাশিয়ায় নতুন ১ লাখ ৩৩ হাজার সৈন্য নিয়োগে ডিক্রি বা আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের মধ্যে এসব নিয়োগের বিষয়ে গতকাল সোমবার ক্রেমলিন থেকে জারি করা ডিক্রিতে বলা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রশিস্কায়া গেজেটায় প্রকাশিত খবরে বলা হয়, দেশটির ১৮ থেকে ৩৪ বয়সী নাগরিকদের বাধ্যতামূলক সৈন্য হিসেবে নিয়োগ করা হবে।

২০২৪ সাল নাগাদ ১৫ লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের দুই সপ্তাহ পর এই আদেশ জারি হল।

বাধ্যতামূলক সেনা নিয়োগ কার্যালয়ের প্রধান ভাইস-এডমিরাল ভ্লাদিমির টিমলেনেস্কির বরাত দিয়ে রশিস্কায়া গেজেটা জানায়, নতুন সৈন্যদের ১২ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। নতুন নিয়োগপ্রাপ্ত এসব সৈন্যদের কোনও বিশেষ অভিযানে পাঠানো হবে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোভুক্ত দেশগুলোর অভিযোগ, প্রতিবেশী দেশে আগ্রাসন পুতিন।

জনসংখ্যায় ইউক্রেনের চেয়ে বড় দেশ হওয়ায় রাশিয়া নানা সুযোগ-সুবিধা দিয়ে সেনা বাড়াতে চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ইউক্রেন ও রাশিয়ার সেনা যেভাবে নিহত হচ্ছে, তাতে শিগগিরই এ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এছাড়া উভয় পক্ষ তাদের নিহত সেনার সংখ্যাও গোপন রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত