Ajker Patrika

প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠী কারা, যুক্তরাজ্যে কেন নিষিদ্ধ হলো

অনলাইন ডেস্ক
লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে গতকাল শনিবার প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে গতকাল শনিবার প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এমপিরা গত সপ্তাহে বিপুল ভোটে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি সংগঠনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সংগঠনটিকে আল-কায়েদা এবং আইএসআইএস—এর মতো গোষ্ঠীগুলোর কাতারে ফেলা হলো।

এই সিদ্ধান্ত কার্যকর করতে সন্ত্রাস দমন আইন—২০০০ সংশোধনের খসড়া আদেশ পার্লামেন্টে উপস্থাপন করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই বিলটি ৩৮৫ ভোটে পাস হয়, বিপক্ষে ভোট পড়ে ২৬ টি।

এই বিলটি পার্লামেন্টে পেশ করার কয়েক দিন আগে ‘প্যালেস্টাইন অ্যাকশনের’ কর্মীরা অক্সফোর্ডশায়ারে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটি আরএএফ ব্রাইজ নরটনে হামলা চালায়। এটি রয়্যাল এয়ারফোর্সের সবচেয়ে বড় ঘাঁটি। কর্মীরা সেখানে ঢুকে দুটি যুদ্ধবিমানকে লাল রঙে রাঙিয়ে দেয়। পুলিশের ভাষ্যমতে, এতে কয়েক মিলিয়ন পাউন্ডের ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার লন্ডনের হাইকোর্টে সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন হুদা আমোরি এই নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে ঠেকাতে আবেদন করেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করে দেয়। শুক্রবার রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রাইজ নরটনে হামলার ঘটনার নিন্দা জানিয়ে এক্সে লিখেন, ‘আরএএফ ব্রাইজ নরটনে যে নৃশংস ভাঙচুর চালানো হয়েছে, তা ন্যক্কারজনক।’

প্যালেস্টাইন অ্যাকশন নিজেদের ‘ইসরায়েলের গণহত্যা এবং বর্ণবাদী শাসনের সঙ্গে যুক্ত অস্ত্রশিল্পের বিরোধিতায় সরাসরি আন্দোলনকারী একটি প্রো-প্যালেস্টাইন সংগঠন’ হিসেবে দাবি করে। তারা বলছে, তারা বিশ্বব্যাপী ইসরায়েলের এই শাসনের সহযোগিতা বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, ব্রিটিশ সরকার বলছে, এটি একটি ‘সন্ত্রাসী সংগঠন।’ কিন্তু আসলে এই সংগঠনটি কী করেছে?

২০২০ সালের জুলাইয়ে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্যে শত শত বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন (পিএ)। ইসরায়েলের সামরিক অভিযানে লাভবান এমন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এসব কর্মসূচি পরিচালনা করছে তারা। বিশেষ করে ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস তাদের প্রধান টার্গেট।

প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীদের সাধারণ কৌশলের মধ্যে রয়েছে—কোনো প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ, যন্ত্রপাতিতে শিকল দিয়ে নিজেদের আটকে রাখা, ভবনে লাল রং ছিটিয়ে দেওয়া এবং সরঞ্জাম ভাঙচুর করা।

তাদের পরিচালিত উল্লেখযোগ্য কিছু ঘটনা হলো—

  • ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ম্যানচেস্টারের কাছের ওল্ডহ্যামে এলবিটের ফেরান্টি কারখানায় একাধিকবার অনধিকার প্রবেশ ও ভাঙচুর চালায় তারা। ২০২০ থেকে ২০২২ সালের শুরুর দিক পর্যন্ত বারবার এভাবে কার্যক্রম চালানো হয়। শেষ পর্যন্ত জানুয়ারি ২০২২ সালে এলবিট কারখানাটি বন্ধ করে দেয়। প্যালেস্টাইন অ্যাকশন একে নিজেদের বড় সাফল্য বলে ঘোষণা করে।
  • ২০২১ সালে এলবিটের সহযোগী প্রতিষ্ঠান ইউএভি ট্যাকটিক্যাল সিস্টেমসের পরিচালিত লেস্টারের ড্রোন কারখানা দখল করে রাখে তারা। এক সপ্তাহের মতো কয়েকজন কর্মী ছাদের সঙ্গে নিজেদের শিকল দিয়ে বেঁধে রাখেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হলেও পরে সবাই খালাস পান।
  • ২০২২ সালে তাদের কার্যক্রম আরও বাড়তে থাকে। ওই বছরের এপ্রিল মাসে লেস্টারশায়ারের ব্রাউনস্টোনে এলবিটের আরেকটি কারখানায় অবরোধ চালায় তারা। জুন মাসে গ্লাসগোতে থেলস ইউকে কারখানায় অনুপ্রবেশ করে ধোঁয়া সৃষ্টিকারী বোমা ও ভাঙচুরের মাধ্যমে ১০ লাখ পাউন্ডের বেশি ক্ষতি করে। এ ঘটনায় পাঁচজন কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়।
  • ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করলে প্যালেস্টাইন অ্যাকশন তাদের তৎপরতা আরও জোরদার করে। ওই সময় তারা লন্ডনে বিবিসির সদর দপ্তরে লাল রং ছিটিয়ে বিক্ষোভ করে, বিবিসির বিরুদ্ধে ইসরায়েলপন্থী পক্ষপাতের অভিযোগ তুলে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক অস্ত্র নির্মাতা লকহিড মার্টিনের লন্ডনের কার্যালয় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর বিভিন্ন কারখানায় অবরোধ চালায় তারা।
  • আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারিত হয়েছে প্যালেস্টাইন অ্যাকশন। ২০২৩ সালের নভেম্বরে তাদের নতুন চালু হওয়া যুক্তরাষ্ট্র শাখা নিউ হ্যাম্পশায়ারের মেরিম্যাক শহরের এলবিট কারখানার ছাদে উঠে অবস্থান নেয়। তিনজন কর্মী গ্রেপ্তার হলেও পরে তাদের বিরুদ্ধে শুধু সামান্য অপরাধের অভিযোগ আনা হয় এবং মুক্তি দেওয়া হয়।
  • ২০২৪ সালের আগস্টে ব্রিস্টলে এলবিটের প্রধান কার্যালয়ে একটি ভ্যান নিয়ে ঢুকে পড়ে পিএ কর্মীরা। এরপর ভবনের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। একই সময়ে লন্ডনের কেন্দ্রস্থলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে লাল রং ছিটিয়ে এবং পার্লামেন্টের ভেতরে আর্থার বেলফোরের মূর্তিতে টমেটো সস ঢেলে দেন তারা। ১৯১৭ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের দেওয়া ‘বেলফোর ঘোষণা’ ইসরায়েলের প্রতিষ্ঠার পক্ষে ভূমিকা রেখেছিল।
  • ২০২৫ সালের জুনে সবচেয়ে উসকানিমূলক এক অভিযান চালায় প্যালেস্টাইন অ্যাকশন। যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিমানঘাঁটি আরএএফ ব্রাইজ নরটনে অনুপ্রবেশ করে তারা। ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে নিরাপত্তা ভেদ করে ঘাঁটিতে ঢুকে সামরিক বিমানগুলোতে লাল রং ছিটিয়ে দেন কর্মীরা।

তথ্যসূত্র: আল-জাজিরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত