Ajker Patrika

অচলাবস্থায় দাঁড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ন্যাটো

অচলাবস্থায় দাঁড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ন্যাটো

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ একটি অচলাবস্থায় দাঁড়িয়েছে। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে এগিয়ে যেতে পারছে না। সামরিক জোট ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ন্যাটোর ওই ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্র থেকে পর্যবেক্ষণ করা লক্ষণগুলো থেকে দেখা যাচ্ছে যে—ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে একটি অচলাবস্থার দিকে ইঙ্গিত করছে। রাশিয়ান পদাতিক বাহিনী স্থবির হয়ে পড়েছে এবং রাশিয়ান যুদ্ধবিমানগুলো ইউক্রেনের আকাশ সীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। 

ন্যাটোর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘যদি এরই মধ্যে আমরা একটি অচলাবস্থার মধ্যে না থাকি তাহলে ধরাই যায় যে—আমরা দ্রুত একটি পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। এবং এই লড়াই যখন শুরু হয়েছিল তখন উভয় শক্তির মধ্যকার বৈষম্য বিবেচনা করে এই অচলাবস্থা একটি বলার মতোই বিষয়।’ 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আপনি যদি ধারাবাহিক ভুল না করেন তবে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এ ধরনের অচলাবস্থা বিশেষভাবে বিপজ্জনক, কারণ রাশিয়া অভিযান বন্ধ হওয়ার পর থেকেই লক্ষ্য অর্জনে লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কম সুনির্দিষ্ট ও নৃশংস অস্ত্র ব্যবহার করার কৌশল অবলম্বন করেছে।’ 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ন্যাটোর মূল্যায়ন হলো—রাশিয়ার প্রধান লক্ষ্য এখনো ইউক্রেনের রাজধানী দখল করে সেখানে সরকার পরিবর্তনে বাধ্য করা এবং একই সঙ্গে ইউক্রেনকে ন্যাটো জোটের বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ ও নিরস্ত্রীকরণে বাধ্য করা। আমি মনে করি না পুতিন তাঁর কোনো লক্ষ্য থেকে সরে এসেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত