৫০ বছরেরও বেশি সময় আগে ভেঙে গিয়েছিল বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘বিটলস’। কিন্তু দল না থাকলেও দলের সর্বশেষ গানটি রিলিজ হতে যাচ্ছে আগামী সপ্তাহেই।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর ৭০-এর দশকে বিটলসের অন্যতম ভোকাল জন লেনন ‘নাও অ্যান্ড দেন’ শিরোনামের ওই গানটির একটি ডেমো রেকর্ডিং করেছিলেন। পরে সেই রেকর্ডিংয়ের ওপর ভিত্তি করেই গত বছর গানটি নতুন করে কম্পোজ করেন দলের বেঁচে থাকা সদস্য স্যার পল ম্যাককার্টনি ও স্যার রিঙ্গোস্টার।
গত বসন্তেই বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই গানের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পল। জানিয়েছিলেন—তাঁরা এআই-এর সহযোগিতায় অনেক পুরোনো একটি ক্যাসেট থেকে লেননের সুরটিকে ধারণ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর যুক্তরাজ্যের সময় অনুযায়ী দুপুর ২টার দিকে গানটির প্রিমিয়ার হবে। আর ১০ নভেম্বর থেকে বিটলসের রেড ও ব্লু অ্যালবামের নতুন রিমাস্টার করা গানগুলোর সংস্করণেও ‘নাও অ্যান্ড দেন’ গানটি প্রদর্শিত হবে।
গানটির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বেঁচে থাকা দুই বিটল পল ও রিঙ্গোস্টার জানিয়েছেন, গানটি সম্পূর্ণ করা তাঁদের জন্য পরাবাস্তব এক অভিজ্ঞতা ছিল। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর তাঁদের তাড়া করেছে। বিষয়টিকে বেশ ‘আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পল ম্যাককার্টনি।
গানটির মধ্যে লেননের কণ্ঠ সহ বিটলসের সব সদস্যের উপস্থিতি রয়েছে। তাই এই গানকে বিটলসের একটি ‘সত্যিকারের রেকর্ডিং’ আখ্যা দিয়ে পল বলেন, ‘২০২৩ সালেও বিটলসের সংগীত কাজ করছে এবং একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে—যা মানুষ আগে কখনো শোনেনি। আমি মনে করি, বিষয়টি উত্তেজনাপূর্ণ।’
রিঙ্গোস্টারও জানিয়েছেন, সময়ের ব্যবধানে বহু দূরে রেখে আসা লেননকে আবারও এত কাছাকাছি নিয়ে আসার বিষয়টি দারুণ আবেগপূর্ণ ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালে বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পর ‘নাও অ্যান্ড দেন’ গানটি জন লেনন লিখেছিলেন। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আততায়ীর গুলিতে মাত্র ৪০ বছর বয়সে মারা যান তিনি।
৫০ বছরেরও বেশি সময় আগে ভেঙে গিয়েছিল বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘বিটলস’। কিন্তু দল না থাকলেও দলের সর্বশেষ গানটি রিলিজ হতে যাচ্ছে আগামী সপ্তাহেই।
আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শতাব্দীর ৭০-এর দশকে বিটলসের অন্যতম ভোকাল জন লেনন ‘নাও অ্যান্ড দেন’ শিরোনামের ওই গানটির একটি ডেমো রেকর্ডিং করেছিলেন। পরে সেই রেকর্ডিংয়ের ওপর ভিত্তি করেই গত বছর গানটি নতুন করে কম্পোজ করেন দলের বেঁচে থাকা সদস্য স্যার পল ম্যাককার্টনি ও স্যার রিঙ্গোস্টার।
গত বসন্তেই বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই গানের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন পল। জানিয়েছিলেন—তাঁরা এআই-এর সহযোগিতায় অনেক পুরোনো একটি ক্যাসেট থেকে লেননের সুরটিকে ধারণ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর যুক্তরাজ্যের সময় অনুযায়ী দুপুর ২টার দিকে গানটির প্রিমিয়ার হবে। আর ১০ নভেম্বর থেকে বিটলসের রেড ও ব্লু অ্যালবামের নতুন রিমাস্টার করা গানগুলোর সংস্করণেও ‘নাও অ্যান্ড দেন’ গানটি প্রদর্শিত হবে।
গানটির বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বেঁচে থাকা দুই বিটল পল ও রিঙ্গোস্টার জানিয়েছেন, গানটি সম্পূর্ণ করা তাঁদের জন্য পরাবাস্তব এক অভিজ্ঞতা ছিল। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর তাঁদের তাড়া করেছে। বিষয়টিকে বেশ ‘আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পল ম্যাককার্টনি।
গানটির মধ্যে লেননের কণ্ঠ সহ বিটলসের সব সদস্যের উপস্থিতি রয়েছে। তাই এই গানকে বিটলসের একটি ‘সত্যিকারের রেকর্ডিং’ আখ্যা দিয়ে পল বলেন, ‘২০২৩ সালেও বিটলসের সংগীত কাজ করছে এবং একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে—যা মানুষ আগে কখনো শোনেনি। আমি মনে করি, বিষয়টি উত্তেজনাপূর্ণ।’
রিঙ্গোস্টারও জানিয়েছেন, সময়ের ব্যবধানে বহু দূরে রেখে আসা লেননকে আবারও এত কাছাকাছি নিয়ে আসার বিষয়টি দারুণ আবেগপূর্ণ ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালে বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পর ‘নাও অ্যান্ড দেন’ গানটি জন লেনন লিখেছিলেন। ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আততায়ীর গুলিতে মাত্র ৪০ বছর বয়সে মারা যান তিনি।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
৭ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
৯ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
১২ ঘণ্টা আগে