Ajker Patrika

করোনায় ব্রিটেনে মানসিক রোগ বেড়েছে

করোনায় ব্রিটেনে মানসিক রোগ বেড়েছে

করোনাভাইরাসের কারণে ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে মানসিক রোগী। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য বলছে, ২০১৯ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দুই বছরে এ সংক্রান্ত রোগী বেড়েছে ৭৫ শতাংশ। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এদের বেশির ভাগ হ্যালুসিনেশন এবং বিভ্রান্তিকর চিন্তাজনিত জটিলতার শিকার হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। আর, চলতি বছরের জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৫৫ জন, যা ২০১৯ সালের তুলনায় ৫৩ শতাংশ বেশি।

চ্যারিটি মেন্টাল ইলনেসের পর্যালোচনা বলছে, গত বছর লকডাউন শুরুর পর থেকেই মূলত মানসিক রোগে আক্রান্ত হওয়া বেড়ে যায়। এদের মধ্যে যারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তাঁদের হিসেবে আনা হয়েছে। গত বছরের মে মাসের তুলনায় এবার এ সংখ্যাটা ৭০ শতাংশ বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রেপ্তার হয়ে অবাক ডন, বললেন—‘স্যার আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন’

সুদানে ‘গণহত্যা’য় আরব আমিরাতের গোপন তৎপরতা ও কলম্বিয়ার ভাড়াটে সেনা

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

অবশেষে নতুন ঠিকানায় ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন ‘দুর্বল’ করে বাইডেন প্রশাসন

এলাকার খবর
Loading...