সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।
কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।
গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।
https://x.com/i/status/1853415869285597364
‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।
বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’
জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।
সম্প্রতি বড় ধরনের বন্যা হয়েছে স্পেনে। এই বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ভ্যালেন্সিয়া অন্যতম। সেখানেই একটি সংবাদ চ্যানেলের জন্য চিত্রগ্রহণ করছিলেন একজন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের শরীরে কাদা মেখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার ‘হরিজোন্টে’ নামে একটি সংবাদ প্রোগ্রামের জন্য বন্যা পরিস্থিতি নিয়ে চিত্রগ্রহণ করছিলেন ইনফ্লুয়েন্সার রুবেন গিসবার্ট। কিন্তু সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে তিনি শরীরে কাদা মাখানোর জন্য কাদার মধ্যে হাঁটু গেড়ে বসেন এবং হাঁটু পর্যন্ত কাদা মাখান।
কিন্তু গিসবার্টের ওই প্রতারণাটি পাশের ভবন থেকে একজনের মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে ওই ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তীব্র সমালোচনার মুখে পড়েন গিসবার্ট।
গিসবার্ট নিজেকে একজন আইনজীবী এবং বিপ্লবী হিসাবে দাবি করেন। সমালোচনার মুখে তিনি যুক্তি দিয়েছেন, আগের শটের সঙ্গে ধারাবাহিকতা রক্ষার জন্যই তিনি কাদা মেখেছিলেন। যদিও বিষয়টি ভুল স্বীকার করে পরে তিনি ক্ষমাও চান।
https://x.com/i/status/1853415869285597364
‘হরিজোন্টে’ প্রোগ্রামটি পরিচালনা এবং উপস্থাপনা করেন প্রবীণ স্প্যানিশ সাংবাদিক ইকার জিমেনেজ। গিসবার্টের প্রতারণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও। দাবি করেছেন, গিসবার্টকে ভিডিওর জন্য এ ধরনের নাটকীয় কিছু করতে তিনি কখনোই বলেননি।
বিষয়টি নিয়ে অনলাইনে একটি ভিডিও বার্তায় ইকার জিমেনেজ বলেছেন, ‘আমি আর তার (গিসবার্ট) ওপর নির্ভর করতে পারি না। সে আমাকে ব্যর্থ করেছে। ভিডিওটি দেখে আমি হতবাক হয়ে গেছি।’
জানা গেছে, ওই কাণ্ডের জন্য শেষ পর্যন্ত গিসবার্টের চাকরি গেছে। টেলিগ্রাফ এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি।
বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
৬ ঘণ্টা আগেভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে