Ajker Patrika

ভারতীয় দীর্ঘ পথের ট্রেনযাত্রা নিয়ে ফরাসি ইউটিউবারের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২৩: ০৬
ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো
ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো

সম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।

৪৩ মিনিটের ভিডিওতে ব্লাহো বলেন, ‘এই ৪৬ ঘণ্টার বাজেট যাত্রা আমাকে গুঁড়িয়ে দিয়েছে।’ তিনি মুম্বাই থেকে ২৫ ঘণ্টায় বারাণসী, সেখান থেকে ১৫ ঘণ্টায় আগ্রা এবং এরপর দিল্লি পর্যন্ত ট্রেনযাত্রা করেন।

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন, ‘এই যাত্রায় আমি একধরনের হতাশা এবং পাগলামির সীমায় পৌঁছে গিয়েছিলাম।’

তিনি বলেন, ‘যাদের বাজেট আছে, তারা যেন সর্বোচ্চ শ্রেণির টিকিট কাটেন। আমি আবার এলে সরাসরি মহারাজা এক্সপ্রেসে চড়ব, না হলে কিছুই না।’

ব্লাহো তাঁর ভিডিওতে সাধারণ, স্লিপার ও এসি দ্বিতীয় শ্রেণির মতো বিভিন্ন শ্রেণির ট্রেন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। যাত্রার একপর্যায়ে দেখা যায়, তিনি এসি বগিতে খাবার কিনছেন এবং বিক্রেতাকে দাম রেখে বাকি টাকা ফেরত দিতে বলছেন। কিন্তু বিক্রেতা টাকা নিয়েই চলে যান।

ব্লাহো জানান, তিনি ১৫০ টাকার খাবারে ২০০ টাকা দিয়েছিলেন।

ট্রেনের নিচু শ্রেণিগুলোতে পরিচ্ছন্নতার অভাব ও অতিরিক্ত ভিড়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটা খুব, খুবই নোংরা। আর দুর্গন্ধ—আমি মুখ ঢেকে রাখতে বাধ্য হয়েছি।’

এদিকে স্লিপার ক্লাসে বাথরুমে যাওয়ার সময় ব্লাহো দেখেন, তাঁর সিট দখল করে নিয়েছেন দুই নারী। আর ওই টয়লেটের ফ্লাশে পানি ছিল না বলেও জানান তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, ট্রেনের ভেতর খাবারের উচ্ছিষ্ট ছড়ানো, একটি ইঁদুর ছুটে বেড়াচ্ছে ট্রেনের কামরায়, আর একটি তেলাপোকা ব্লাহোর সিটের পাশে হেঁটে যাচ্ছে।

এক যাত্রীর সঙ্গে মজার এক মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়, ব্যক্তিটি প্রথমে ব্লাহোকে তাঁর প্রেমিকার সঙ্গে ভিডিও কলে যুক্ত করেন, পরে জানান তাঁর একজন প্রেমিকা আছে মুম্বাইয়ে, আরেকজন দিল্লিতে!

ভারতের রেল ব্যবস্থা সাধারণত সাশ্রয়ী ও বিস্তৃত নেটওয়ার্কের জন্য প্রশংসিত হলেও সময়মতো চলাচল ও পরিচ্ছন্নতার অভাবের জন্য প্রায়ই সমালোচিত হয়। ব্লাহোর ভিডিওর পর সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় এসেছে, ভারতীয় রেলের পরিচ্ছন্নতা, শ্রেণিভেদ এবং বিদেশি পর্যটকদের অভিজ্ঞতা।

ভিডিওটি ইতিমধ্যে হাজার হাজার ভিউ পেয়েছে এবং প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ ব্লাহোর সততার প্রশংসা করছেন, আবার কেউ কেউ ভারতের রেলব্যবস্থা রক্ষায় পাল্টা যুক্তি দিচ্ছেন।

একজন মন্তব্য করেছেন, ‘আপনি প্যারিসের বার্সি সেন বাসস্টেশনের ওয়েটিং রুম আর টয়লেট দেখিয়ে একটা ভিডিও করুন। তারপর ভারতীয় মেট্রোর সঙ্গে প্যারিসের মেট্রোর তুলনা করুন। দেখবেন নিজেই ফিরে যেতে চাইবেন না।’

আরেকজন মন্তব্য করেন, ‘ভারতে স্লিপার ক্লাস ট্রেন যাত্রা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। আপনি তো ফরাসি!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত