Ajker Patrika

রাশিয়ার অস্ত্রের বাজার দখলের চেষ্টা করছে ভারত

অনলাইন ডেস্ক
ভারতের প্রজাতন্ত্র দিবসে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। ছবি: রয়টার্সের সৌজন্যে
ভারতের প্রজাতন্ত্র দিবসে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী। ছবি: রয়টার্সের সৌজন্যে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেশকে বিশ্বের কারখানায় পরিণত করতে চান। ইতিমধ্যে ভারত সস্তা আইফোন এবং ওষুধ উৎপাদনে বিলিয়ন ডলারের ব্যবসা গড়েছে। এখন প্রধানমন্ত্রী মোদি বিদেশি সরকারগুলোর কাছে ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও যুদ্ধজাহাজ বিক্রি করতে চান।

ইউক্রেনের পর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ ভারত এখন রপ্তানিতে জোর দিচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম) দীর্ঘমেয়াদি ও স্বল্প সুদে ঋণ দেওয়ার ক্ষমতা বাড়াচ্ছে। এই ঋণ সেই দেশগুলোর জন্য, যাদের রাজনৈতিক বা ঋণের ঝুঁকির কারণে সাধারণ ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই ভারতীয় কর্মকর্তা ও তিন শিল্প সূত্র।

নয়াদিল্লি বিদেশি দূতাবাসগুলোতে প্রতিরক্ষা সংযুক্তির (ডিফেন্স অ্যাটাশে) সংখ্যা বাড়াচ্ছে। এটি একটি নতুন কর্মসূচির অংশ, যেখানে সরকার সরাসরি অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করবে। ভারতীয় চার কর্মকর্তার মতে, ভারত বিশেষভাবে সেই দেশগুলোকে লক্ষ্য করছে, যারা দীর্ঘদিন রাশিয়ার অস্ত্রের ওপর নির্ভর করেছে।

ভারতের এই পরিকল্পনা আগে কখনো প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট ১৫ জন সূত্রের সঙ্গে রয়টার্সের কথোপকথনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বে অস্ত্রের চাহিদা বাড়ার এই সময়ে এটি ভারতের প্রথম বড় পদক্ষেপ। বিশ্বব্যাপী ভূরাজনৈতিক সম্পর্ক পুনর্গঠিত হচ্ছে, আর ভারত এই সুযোগ কাজে লাগাতে চায়।

ভারতীয় আমলারা এত দিন রাশিয়ার সুখোই যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের হাউইটজার কেনার দিকে মনোযোগ দিয়েছেন। এটি চীন ও পাকিস্তান—দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মোকাবিলার জন্য। তবে ভারতের অস্ত্র উৎপাদন খাত ছোট হলেও সম্প্রতি বেসরকারি কোম্পানিগুলো উচ্চমানের অস্ত্র ও সরঞ্জাম তৈরি শুরু করেছে।

ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোদির দপ্তর এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। এক্সিম ব্যাংকও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চলতি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, `ভারত প্রতিরক্ষা রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এগিয়ে চলেছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন ও মস্কোর ওপর নির্ভর করত, তারা বিকল্প খুঁজছে। আর এই জায়গাই দখলের চেষ্টা করছে ভারত।

ভারত পশ্চিমা ও রুশ প্রযুক্তি কেনার অভিজ্ঞতার কারণে নতুন করে অনুসন্ধান পাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক রোসোবোরনএক্সপোর্ট বলেছে, তারা ভারতের সঙ্গে তৃতীয় দেশে যৌথভাবে সরঞ্জাম উৎপাদন ও প্রচার নিয়ে আলোচনা করছে। তবে পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩-২৪ অর্থবছরে ভারত ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের অস্ত্র উৎপাদন করেছে, যা ২০২০ সালের তুলনায় ৬২ শতাংশ বেশি। ভারতীয় তৈরি কিছু আর্টিলারি শেল ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কিয়েভের পক্ষে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

দিল্লি বিদেশি প্রতিনিধিদল ও দেশীয় অস্ত্র প্রস্তুতকারকদের মধ্যে বৈঠকের আয়োজন করছে। সামরিক মহড়ায় যুদ্ধ হেলিকপ্টারের মতো উন্নত সরঞ্জাম প্রদর্শন করছে। তবে লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক বিরাজ সোলাঙ্কি বলেন, ভারতের নতুন ও উচ্চমানের অস্ত্র বিক্রিতে চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, ‘যতক্ষণ না ভারত নিজের তৈরি সরঞ্জাম বেশি ব্যবহার করে এবং এর কার্যকারিতা প্রমাণ করে, সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করা কঠিন হবে।’

মোদির সরকার ২০২৯ সালের মধ্যে অস্ত্র রপ্তানি দ্বিগুণ করে ৬ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। বর্তমানে ভারতের রপ্তানি গোলাবারুদ, ছোট অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উপাদানের মধ্যে সীমাবদ্ধ। তবে এটি আরও উন্নত পণ্যের দিকে যেতে চায়।

সাম্প্রতিক অর্থবছরে ভারত ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে, তবে এটি এক দশক আগের ২৩০ মিলিয়ন ডলারের তুলনায় বড় অগ্রগতি। বিশ্বে প্রতিরক্ষা বাজেট সীমিত থাকায় ভারত সস্তা উৎপাদক হিসেবে নিজেকে তুলে ধরছে।

দুই ভারতীয় সূত্র জানান, ভারত ১৫৫ মিলিমিটার আর্টিলারি গোলাবারুদ প্রতি ৩০০ থেকে ৪০০ ডলারে উৎপাদন করতে পারে, যেখানে ইউরোপীয় গোলাবারুদের দাম ৩ হাজার ডলারের বেশি। ভারতীয় হাউইটজার প্রতি ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়, যা ইউরোপীয় সংস্করণের অর্ধেক।

শীতল যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো অস্ত্র উৎপাদন কমিয়ে দিলেও ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন মিউনিশনস ইন্ডিয়া উৎপাদন ধরে রেখেছে। কেপিএমজির ভারতীয় অ্যারোস্পেস ও প্রতিরক্ষা পরামর্শক গৌতম নন্দা বলেন, ‘পাকিস্তান ও চীনের সঙ্গে সংঘাতের কারণে ভারত উৎপাদন ক্ষমতা কমায়নি।’

আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এবং এসএমপিপির মতো বেসরকারি কোম্পানি এখন ১৫৫ মিলিমিটার গোলাবারুদ তৈরি করছে। এসএমপিপির প্রধান নির্বাহী আশিস কানসাল বলেন, ‘বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে আর্টিলারি গোলাবারুদের চাহিদা ব্যাপক বেড়েছে।’

ভারত এক্সিম ব্যাংকের মাধ্যমে অস্ত্র রপ্তানির অর্থায়ন বাড়াতে চায়। ২০২৩-২৪ অর্থবছরে এই ব্যাংকের ঋণ পোর্টফোলিও ছিল ১৮ দশমিক ৩২ বিলিয়ন ডলার। এই অর্থায়ন বাণিজ্যিকভাবে পরিচালিত হবে, যেখানে সরকার আর্থিক গ্যারান্টি দেবে কিন্তু জাতীয় বাজেট থেকে পুরো টাকা দেবে না।

একজন ভারতীয় কূটনীতিক বলেন, ভারতের বেশির ভাগ ব্যাংক উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অস্ত্র রপ্তানির ঋণ দিতে অনিচ্ছুক। এটি ফ্রান্স, তুরস্ক ও চীনের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারতকে পিছিয়ে রেখেছে, যারা আকর্ষণীয় ঋণ বা ক্রেডিট গ্যারান্টি দেয়।

ভারত ব্রাজিলে তার বাজার সম্প্রসারণের চেষ্টা করছে। এই জানুয়ারিতে এক্সিম ব্যাংক ব্রাজিলে একটি অফিস খুলেছে। সংশ্লিষ্ট দুই শিল্প সূত্র ও দুই ব্রাজিলীয় কর্মকর্তার মতে, দিল্লি ব্রাসিলিয়ার কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির আলোচনা করছে। এ ছাড়া ভারতের নিজের জাহাজ নির্মাণ ক্ষমতার ঘাটতি থাকলেও তারা ব্রাজিলের জন্য যুদ্ধজাহাজ তৈরি করার চুক্তিও চেয়েছে।

ভারত ইলেকট্রনিকস ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরি করে। চলতি বছর ভারতীয় এই কোম্পানি সাও পাওলোতে একটি বিপণন অফিস খুলেছে। এক্সিম ব্যাংক ব্রাজিলের কিছু চুক্তিরও অর্থায়ন করবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিলের সেনাবাহিনী রয়টার্সকে ই-মেইলে জানিয়েছে, ভারতীয় নির্মাতারা তথ্যের জন্য তাদের অনুরোধের জবাব দিয়েছে, তবে ক্ষেপণাস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য ভারত ইলেকট্রনিকসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত